দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট উনাদকাটের, ফের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র

ঘরের মাঠেও পারল না বাংলা। ৩ বছর আগে যেভাবে সৌরাষ্ট্রর কাছে হেরে রঞ্জি ট্রফিতে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলা দলকে। ইডেন গার্ডেন্সে কোনওরকমে ইনিংসে হারের লজ্জা এড়াতে সক্ষম হল বাংলা।

ইতিহাসের পুনরাবৃত্তি, তবে সেটা বাংলার পক্ষে নয়। ৩৩ বছর আগের ইতিহাস নয়, বরং ৩ বছর আগের ইতিহাস ফিরে এল। ঘরের মাঠে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। ইনিংসে হারতে হল না, এটাই সান্ত্বনা। দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অলআউট হয়ে যায় বাংলা। ২০৫ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল হয়তো ইনিংসেই হেরে যাবে বাংলা। তবে শেষ উইকেট জুটিতে ৩৬ রান যোগ করে ইনিংসে হার বাঁচান ঈশান পোড়েল ও মুকেশ কুমার। দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাটিং করলেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররা, সেটা যদি তাঁরা প্রথম ইনিংসেও করতে পারতেন, তাহলে হয়তো এভাবে হারতে হত না বাংলাকে। ঘরের মাঠে লজ্জাজনক হারের মুখে পড়তে হল বাংলাকে। ফের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল জয়দেব উনাদকাটের সৌরাষ্ট্র। 

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্রর অধিনায়ক উনাদকাট। তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ম্যাচের শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। এরপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। প্রথম ইনিংসে ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলা। একে একে ফিরে যান অভিমন্যু ঈশ্বরণ (১), সুমন্ত গুপ্ত (১), সুদীপ কুমার ঘরামি (০), মনোজ (৭), অনুষ্টুপ (১৬), আকাশ ঘটক (১৭)। সেই সময় মনে হচ্ছিল ১০০ রানের মধ্যেই অলআউট হয়ে যাবে বাংলা। তবে শাহবাজ (৬৯) ও অভিষেক পোড়েলের (৫০) লড়াইয়ের সুবাদে প্রথম ইনিংসে ১৭৪ রান করতে পারে বাংলা।

Latest Videos

প্রথম ইনিংসে ৪০৪ রান করে সৌরাষ্ট্র। সর্বাধিক ৮১ রান করেন অর্পিত বাসবদা। ৬০ রান করেন চিরাগ জানি। ৫৯ রান করেন শেলডন জ্যাকসন। ৫০ রান করেন হার্বিক দেশাই। বাংলার হয়ে ৪ উইকেট নেন মুকেশ। ৩ উইকেট করে নেন ঈশান ও আকাশ দীপ। 

দ্বিতীয় ইনিংসে ৬১ রান করেন অনুষ্টুপ। ৬৮ রান করেন মনোজ। ৮৫ রান দিয়ে ৬ উইকেট নিলেন উনাদকাট। ম্যাচে ৯ উইকেট হয়ে গেল সৌরাষ্ট্রর অধিনায়কের। ৭৬ রান দিয়ে ৩ উইকেট নেন চেতন সাকারিয়া।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা, অধিনায়ক মনোজ ঘরের মাঠে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু ফল হল ঠিক উল্টো। একটা-দুটো সেশন বাদ দিয়ে লড়াই করতে পারল না বাংলা।

আরও পড়ুন-

বিফলে রিচা ঘোষের অনবদ্য লড়াই, ইংল্যান্ডের কাছে ১১ রানে হার ভারতের

পঞ্চম ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ উইকেট, ৫০০০ রান অশ্বিনের

Prithvi Shaw : পৃথ্বী শ-র গাড়িতে হামলা, গ্রেফতার অভিযুক্ত, বিভিন্ন ধারায় মামলা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari