নাগপুরে প্রথম টেস্ট ম্যাচে খেলার সম্ভাবনা আছে ক্যামেরন গ্রিনের, জানালেন অস্ট্রেলিয়ার কোচ

এবারের বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে চোট সমস্যায় বিব্রত ভারত-অস্ট্রেলিয়া দুই শিবিরই। চোটের জন্য যেমন ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ, তেমনই অস্ট্রেলিয়া দলেও নেই একাধিক ক্রিকেটার।

Web Desk - ANB | Published : Feb 4, 2023 5:14 PM IST

আইপিএল-এর নিলামে বিপুল দর পাওয়া ক্যামেরন গ্রিন কি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন? এই প্রশ্ন ক্রমশঃ জোরালো হয়ে উঠছে। কারণ, আঙুলে চোট রয়েছে এই অলরাউন্ডারের। সেই চোট সারিয়ে ৯ ফেব্রুয়ারি ম্যাচ খেলা তাঁর পক্ষে কঠিন। যদিও গ্রিনকে নাগপুর টেস্ট ম্যাচে পাওয়ার আশা ছাড়তে নারাজ অস্ট্রেলিয়া শিবির। নেটে বোলিং শুরু করেছেন এই অলরাউন্ডার। সেই কারণেই আশাবাদী হয়ে উঠেছে অস্ট্রেলিয়া শিবির। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, 'ক্যামেরন গ্রিন নাগপুর টেস্ট ম্যাচে খেলতে পারবে কি না সে ব্যাপারে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। ও যখন বোলিং করছে তখন অস্বস্তি হচ্ছে না। তবে ও যখন ব্যাটিং করছে তখন কিছুটা অস্বস্তি হচ্ছে। একটি বল ব্য়াটের নীচের দিকে লাগে। তার ফলে যে কারও অস্বস্তি হতে পারে। তবে ওর আঙুল নিয়ে আমাদের এখনও সতর্ক থাকতে হচ্ছে। গত ২ দিনে ওর আঙুলের চোট অনেকটা সেরে গিয়েছে। ওর চোটের বর্তমান অবস্থা দেখে আমরা কিছুটা অবাক হয়ে গিয়েছি। তাই এখনও নাগপুরে ওর খেলার সম্ভাবনা আছে। সবকিছু ঠিকঠাকই চলছে। ওর নাম টিম শিটে থাকতেই পারে।'

এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, গ্রিনের পক্ষ বোলিং করা সম্ভব হবে না। সেই কারণে তাঁকে নাগপুর টেস্টের দলে রাখা হবে না। কিন্তু অস্ট্রেলিয়ার কোচের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে চোট সারিয়ে উঠতে পারলে খেলতেই পারেন গ্রিন। এই অলরাউন্ডার দলে থাকলে অতিরিক্ত একজন স্পিনারকে খেলানোর সুযোগ পেতে পারে অস্ট্রেলিয়া

ভারত সফরে আসার আগে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার বলেছিলেন, তিনি টানা খেলে যাওয়ার ফলে ক্লান্ত ও বিধ্বস্ত বোধ করছেন। ভারত সফরে এই ওপেনারের রেকর্ডও একেবারেই ভালো নয়। এখনও পর্যন্ত ভারতের মাটিতে ৮টি টেস্ট ম্যাচ খেলে ওয়ার্নারের ব্যাটিংয়ের গড় ২৪.২৫। তবে এই অভিজ্ঞ ব্যাটারের উপর ভরসা রাখছেন ম্যাকডোনাল্ড। তিনি বলেছেন, 'আমি এখনও পর্যন্ত ডেভিড ওয়ার্নারের মধ্যে ক্লান্তির ছাপ দেখতে পাইনি। আমার মনে হয় এ ব্যাপারে যা বলা হচ্ছে সেটা ঠিক নয়। ও ২ দিন ছুটি নিয়েছিল। তার মধ্যেই অবশ্য ও অনুশীলন করেছে। আমরা প্রত্যেক ক্রিকেটারের দিকে নজর রেখেছি। ওরা যাতে ঠিকমতো প্রস্তুতি নিতে পারে সেই চেষ্টা করছি। এটা ঠিকই যে গ্রীষ্মকালে বিগ ব্যাশ লিগে খেলার পর টেস্ট ম্যাচ খেলা কঠিন। তবে আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি তাতে আশা করি সমস্যা হবে না।'

আরও পড়ুন-

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে স্পোর্টিং পিচ চাইতে পারে ভারতীয় দল

নাগপুরে চলছে ভারতীয় দলের প্রস্তুতি শিবির, নেটে ঘাম ঝরাচ্ছেন রবীন্দ্র জাদেজা

ভারতীয় দলে দুর্বলতা আছে, টেস্ট সিরিজ জিততে পারে অস্ট্রেলিয়া, দাবি গ্রেগ চ্য়াপেলের

Read more Articles on
Share this article
click me!