ভারত সফরে টেস্ট সিরিজের আগে ক্লান্ত, বিধ্বস্ত, জানালেন ডেভিড ওয়ার্নার

Published : Jan 29, 2023, 07:30 AM ISTUpdated : Jan 29, 2023, 11:51 AM IST
David Warner Video Goes Viral on Pushpa Style during 1st test against pakistan spb

সংক্ষিপ্ত

৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ২ দলই এই সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।

১৯ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে এদেশে আসছে অস্ট্রেলিয়া দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে হলে ভারতীয় দলকে এই সিরিজ বড় ব্যবধানে জয় পেতে হবে। তবে অস্ট্রেলিয়া দলও জয়ের জন্য সবরকম প্রস্তুতি নিয়েই ভারত সফরে আসছে। এই সফরে কোনও প্রস্তুতি ম্যাচ না খেললেও, অনুশীলনে খামতি নেই প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের। তবে ভারত সফরে আসার আগে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, তিনি ক্লান্ত ও বিধ্বস্ত বোধ করছেন। জিম্বাবোয়ে, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছেন ওয়ার্নার। এছাড়া গত বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ এবং বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন এই বাঁ হাতি ব্যাটার। পরপর এতগুলি ম্যাচ খেলেই ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ওয়ার্নার। তবে তিনি শারীরিক কসরতের মাধ্যমে ফিট হয়ে ওঠার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।

তিনি একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমার কাছে এবারের ভারত সফর বেশ কঠিন। আমি বেশ ক্লান্ত ও বিধ্বস্ত। কয়েকজন ক্রিকেটার সংযুক্ত আরব শহরে লিগে খেলতে গিয়েছে। তবে ওরা ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিচ্ছে না। আমার পক্ষেও বাড়িতে আরও একটি রাত থাকতে পারলে ভালো হত। কিন্তু এখন কিছু করার নেই।’

কিছুদিন আগে পর্যন্ত একেবারেই ভালো ফর্মে ছিলেন না ওয়ার্নার। তবে নিজের ১০০-তম টেস্ট ম্যাচে দ্বিশতরান করেন এই বাঁ হাতি ব্যাটার। বিগ ব্যাশ লিগ এলিমিনেটরে ব্রিসবেন হিটের বিরুদ্ধে সিডনি থান্ডারের হয়ে ২০ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার। তবে এই ম্যাচে বিঘ্ন ঘটায় বৃষ্টি। ফলে ম্যাচ জিতে যায় ব্রিসবেন হিট। এ প্রসঙ্গে ওয়ার্নার বলেছেন, ‘স্পিনিং বল ভালোভাবে সামাল দিতে পারছি না আমরা। লাল বলের পাশাপাশি সাদা বলেও স্পিন ঠিকমতো সামলাতে পারছি না আমরা। আমি থান্ডার দলের সবাইকে উজ্জ্বীবিত করার চেষ্টা করছি। দলের জন্য নিজের সেরাটা দিতে চাইছি। যদিও এবার আমাদের দল প্রত্যাশিত ফল পেল না। আশা করি আগামী বছর আমি তরতাজা অবস্থা খেলতে নামতে পারব। ভারতে ওডিআই বিশ্বকাপ-সহ আগামী কয়েক মাসে অনেক ম্যাচ রয়েছে। আমি তরতাজা অবস্থায় খেলতে নামার চেষ্টা করব।’

আরও পড়ুন-

বিরাট কোহলি ফর্মে থাকলে সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারেন, আশঙ্কায় মার্কাস স্টোইনিস

শান মাসুদের বিয়েতে চমক, গান গেয়ে সবাইকে মাতিয়ে দিলেন সরফরাজ আহমেদ

পেশায় ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, চিনে নিন অক্ষর প্যাটেলের স্ত্রীকে

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?