সংক্ষিপ্ত

৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ২ দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। চলছে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা।

৪ টেস্টের সিরিজ খেলতে কয়েকদিন পরেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া দল। এই সিরিজের আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবেন না প্যাট কামিন্সরা। তবে তাঁরা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। টেস্ট সিরিজে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকেই সবচেয়ে বড় বিপদ বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। তাঁর মতে, বিরাট যদি ফর্মে থাকেন, তাহলে সমস্যায় পড়তে পারে অস্ট্রেলিয়া। ২০০৪-০৫ মরসুমের পর আর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবার তাই সিরিজ জিততে মরিয়া কামিন্স, স্টোইনিসরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দলকে এই সিরিজ জিততেই হবে। তবে অস্ট্রেলিয়াও ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে। ফলে দুর্দান্ত লড়াই হতে পারে। টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের প্রস্তুতি শিবির শুরু হবে ২ ফেব্রুয়ারি।

ভারতের বিরুদ্ধে এই সিরিজ প্রসঙ্গে স্টোইনিস বলেছেন, 'আমরা জানি যে দেশের মাটিতে ভারতীয় দল অত্যন্ত শক্তিশালী। ভারতীয় দল বেশ শক্তিশালী। বিশেষ করে দেশের মাটিতে ভারতীয় দল অত্যন্ত বিপজ্জনক। আমরা এটাও জানি যে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে গভীরতা আছে। একইসঙ্গে ভারতীয় দলে বিশেষজ্ঞ বোলাররা আছে যারা সহজেই উইকেট নিয়ে আমাদের উপর চাপ তৈরি করতে পারে। তবে আমরাও এই সিরিজের জন্য তৈরি। আমরাও দারুণ দল নিয়ে ভারত সফরে আসছি। এবার আমাদের দলে বিশেষজ্ঞ স্পিনার আছে।'

ভারত সফরে এলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলি বরাবরই স্পিন বোলিং নিয়ে চিন্তায় থাকে। এবার অস্ট্রেলিয়ার ভারত সফরেও স্পিন বোলিং নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া শিবির। অফস্পিনার নাথান লিয়নের উপর ভরসা করছে অস্ট্রেলিয়া। এ প্রসঙ্গে স্টোইনিস বলেছেন, ‘এবার আমরা টেস্ট সিরিজ হারাতে চাই না। আমাদের দল অবশ্য কোনওদিনই হারতে চায় না। এবার যদি আমরা হেরে যাই, তাহলে ভারতের মাটিতে তৃতীয়বার টেস্ট সিরিজে হেরে যাব। তবে এবার আমরা হাল ছাড়তে নারাজ। আমাদের দল অত্যন্ত শক্তিশালী। যদিও ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলা একটু কঠিন। কারণ, আমাদের স্পিনিং ট্র্যাকে খেলতে হবে। ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা আছে। ওরা দুর্দান্ত বোলিং করতে পারে। তবে আমাদের দলেও বিশেষজ্ঞ স্পিনার আছে। ফলে এবার ভালো প্রতিযোগিতা হবে।’

আরও পড়ুন-

অন্যতম ভরসা বাংলার রিচা ঘোষ, মহিলা ক্রিকেটে প্রথমবার বিশ্বকাপ জিততে মরিয়া ভারত

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ, সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত

পেশায় ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, চিনে নিন অক্ষর প্যাটেলের স্ত্রীকে