পেশায় ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, চিনে নিন অক্ষর প্যাটেলের স্ত্রীকে
- FB
- TW
- Linkdin
পেশায় ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট অক্ষর প্যাটেলের স্ত্রী মেহা, অত্যন্ত গুণী মেয়ে তিনি
দীর্ঘদিনের বান্ধবী মেহা প্যাটেলকে বিয়ে করলেন ভারতীয় দলের বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল। তাঁর স্ত্রী পেশায় ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট।
২৬ জানুয়ারি গুজরাটের চিরাচরিত প্রথা মেনে বিয়ে করেছেন অক্ষর প্যাটেল ও মেহা
অক্ষর প্যাটেল ও মেহার বিয়েতে তাঁদের পরিবারের লোকজন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা ছিলেন। বিয়ের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
২০২২-এর জানুয়ারিতে বাগদান সারেন অক্ষর-মেহা, বছর ঘুরে এক হল চার হাত
গত বছরের জানুয়ারিতে বান্ধবী মেহা প্য়াটেলের সঙ্গে বাগদান সেরে নেন অক্ষর প্যাটেল। এক বছর পর বিয়ে করলেন তাঁরা।
সারমেয়প্রিয় অক্ষর প্যাটেল ও তাঁর সদ্য বিবাহিত স্ত্রী মেহা প্যাটেল, তাঁদের পোষ্য রয়েছে
অক্ষর প্যাটেল ও তাঁর স্ত্রী মেহা দু'জনেই সারমেয় ভালোবাসেন। তাঁদের একটি পোষ্য রয়েছে, তার নাম গুচি প্যাটেল।
নিজের পেশায় বেশ দক্ষ ও জনপ্রিয় অক্ষর প্যাটেলের স্ত্রী মেহা প্যাটেল
ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট হিসেবে বেশ জনপ্রিয় অক্ষর প্যাটেলের স্ত্রী মেহা। তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। অনলাইনেও ডায়েট ও নিউট্রিশনের ব্যাপারে পরামর্শ দেন মেহা।
অক্ষর প্যাটেলের স্ত্রী মেহা প্যাটেলের ডান হাতে ট্যাটু, তাতে লেখা 'অক্ষ'
প্রেমিক অক্ষর প্যাটেলের নামের প্রথম অংশ ডান হাতে ট্যাটু করে লিখে রেখেছেন মেহা প্যাটেল। তাঁরা অবশ্য এখন স্বামী-স্ত্রী।
কে এল রাহুলের মতো প্রচারে না থাকলেও অক্ষর প্যাটেলের বিয়ের আসরও ছিল জমজমাট
সতীর্থ কে এল রাহুলের মতো বিয়ে নিয়ে প্রচার পাননি অক্ষর প্যাটেল। তবে তাঁর বিয়ের আসরেও জাঁকজমকের অভাব ছিল না।
অক্ষর প্যাটেলের বিয়ের অনুষ্ঠানে ছিলেন সতীর্থ ক্রিকেটার জয়দেব উনাদকাট
জাতীয় দলের সতীর্থ জয়দেব উনাদকাট এবং গুজরাট ও সৌরাষ্ট্রর ক্রিকেটাররা অক্ষর প্যাটেল-মেহা প্যাটেলের বিয়ের অনুষ্ঠানে ছিলেন।
বিয়েতে হিন্দি ছবির গানে অক্ষর প্যাটেলের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
বিয়ের আসরে হিন্দি ছবির গান 'মান মেরি জান'-এর তালে নাচতে দেখা যায় তালে নাচতে দেখা যায় অক্ষর প্যাটেলকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ফিরবেন অক্ষর প্যাটেল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ২ ফেব্রুয়ারি শুরু ভারতীয় দলের প্রস্তুতি শিবির। সেই শিবিরে যোগ দেবেন অক্ষর প্যাটেল।