সিলেবাসে ছিল বিরাট-রোহিত, 'আনসিন' অশ্বিন-জাডেজার ব্যাটিংয়ে দিশেহারা বাংলাদেশ

Published : Sep 19, 2024, 05:26 PM ISTUpdated : Sep 19, 2024, 07:05 PM IST
ashwin jadeja

সংক্ষিপ্ত

ঘরের মাঠ চিপকে অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে লজ্জার হাত থেকে বাঁচালেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বোলিং পার্টনার রবীন্দ্র জাডেজাও অসাধারণ ব্যাটিং করলেন।

৩৪ রানে ৩ উইকেট। ফিরে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (৬), শুবমান গিল (০), বিরাট কোহলি (৬)। বাংলাদেশের পেসার হাসান মাহমুদকে তখন ওয়েস্ট ইন্ডিজের সেরা সময়ের তারকা ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিংদের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে। চিপকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রচণ্ড চাপে ভারতীয় দল। এই পরিস্থিতিতে প্রথমে যশস্বী জয়সোয়াল-ঋষভ পন্থ এবং তারপর রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাডেজা জুটির অসামান্য লড়াইয়ের সুবাদে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩৩৯। ফলে দিনের শুরুটা ভালো না হলেও, শেষপর্যন্ত স্বস্তিতে ভারত।

অশ্বিনের অপরাজিত শতরান

দল চাপে দেখে স্বভাববিরুদ্ধভাবে ধৈর্য ধরে ব্যাটিং করলেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। ১১৮ বলে ৫৬ রানের লড়াকু ইনিংস খেললেন এই তরুণ। দীর্ঘদিন পর টেস্ট ম্যাচ খেলতে নেমে চাপের মুখে ৫২ বলে ৩৯ রান করেন ঋষভ। কে এল রাহুল (১৬) অবশ্য খুব বেশি লড়াই করতে পারেননি। এরপর দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন অশ্বিন-জাডেজা। দিনের শেষে ১১২ বলে ১০২ রান করে অপরাজিত অশ্বিন। ১১৭ বলে ৮৬ রান করে অপরাজিত জাডেজা। ফলে অল্প রানে অলআউট হয়ে যাওয়ার আশঙ্কা দূরে সরিয়ে রেখে ভালো জায়গায় ভারতীয় দল।

মাহমুদের দুর্দান্ত বোলিং

চিপকের পিচ থেকে সাহায্য পেয়ে অসাধারণ বোলিং করেন মাহমুদ। তিনি রোহিত, শুবমান, বিরাট, ঋষভের উইকেট নেন। ৫৮ রান দিয়ে ৪ উইকেট নেন বাংলাদেশের এই পেসার। ৭৭ রান দিয়ে ১ উইকেট নেন মেহিদি হাসান মিরাজ। ৮০ রান দিয়ে ১ উইকেট নেন নাহিদ রানা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মহেন্দ্র সিং ধোনির চেয়ে এগিয়ে মুশফিকুর রহিম! কীভাবে এটা সম্ভব হল?

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় কারা? কতজন ভারতীয় আছেন?

টেস্ট ক্রিকেটে ওভার-বাউন্ডারির রেকর্ডে বিরাটের চেয়ে এগিয়ে জাডেজা, নতুন নজিরের লক্ষ্যে রোহিত

PREV
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড