সংক্ষিপ্ত
কানপুর টেস্ট ম্যাচের প্রথম তিন দিন আবহাওয়ার কাছে বাধা পেলেও, চতুর্থ দিন খেলা শুরু হতেই জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় দল। যশস্বী জয়সোয়ালের বিস্ফোরক ব্যাটিংয়ে জয়ের আশা উজ্জ্বল হয়ে উঠেছে।
প্রথমে টেস্ট ক্রিকেটে দ্রুততম দলগত অর্ধশতরান, তারপর দ্রুততম শতরান। বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্ট ম্যাচের চতুর্থ দিন প্রথম ইনিংসে জোড়া রেকর্ড গড়ল ভারতীয় দল। সোমবার ৩ ওভারের মধ্যেই ৫১ রান করে ফেলে ভারতীয় দল। সেই সময় ওপেনার যশস্বী জয়সোয়াল ১৩ বলে ৩০ এবং অধিনায়ক রোহিত শর্মা ৬ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন। এর আগে টেস্ট ক্রিকেটে কোনও ইনিংসে দ্রুততম দলগত অর্ধশতরানের রেকর্ড ছিল ইংল্যান্ডের দখলে। এ বছরের জুলাইয়েই ট্রেন্ট ব্রিজ টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪.২ ওভারে ৫০ রান করে ইংল্যান্ড। সোমবার সেই রেকর্ড ভেঙে দিল ভারতীয় দল। এরপর নিজেদেরই রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে দ্রুততম দলগত শতরানের নতুন রেকর্ড গড়ল ভারতীয় দল। ২০২৩ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২.২ ওভারে ১০০ রান করে ফেলেছিল ভারতীয় দল। সোমবার কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশের বিরুদ্ধে ১০.১ ওভারে ১০০ রান করে ফেলেন যশস্বীরা।
শতরান হারালেন যশস্বী
৫১ বলে ১২টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৭২ রান করে আউট হয়ে গেলেন যশস্বী। নিশ্চিত শতরান হারালেন এই তরুণ ব্যাটার। ১১ বলে ২৩ রান করে আউট হয়ে যান রোহিত। দ্বিতীয় সেশনের পর ১৬ ওভারে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১৩৮। ৩০ বলে ৩৭ রান করে অপরাজিত শুবমান গিল। ৫ বলে ৪ রান করে অপরাজিত ঋষভ পন্থ। তৃতীয় সেশনেও একইভাবে দ্রুত রান করে যাওয়াই শুবমানদের লক্ষ্য।
জয়ের লক্ষ্যে ভারত
কানপুর টেস্ট ম্যাচের চতুর্থ দিন আর ৪০ ওভার খেলা বাকি। বাংলাদেশের চেয়ে ৯৫ রানে পিছিয়ে ভারতীয় দল। সেই রান টপকে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামিয়ে দেওয়াই ভারতের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বুমরার ৩ উইকেট, কানপুর টেস্টের চতুর্থ দিন প্রথম ইনিংসে ২৩৩ অলআউট বাংলাদেশ
আইপিএল-এ প্লেয়ার রিটেনশনের নতুন নিয়ম, সবচেয়ে বেশি লাভবান হবে সিএসকে?
বিরাট কোহলির খেলা দেখতে সাইকেলে ৫৮ কিলোমিটার পাড়ি! কিশোরের কাণ্ডে হতবাক ক্রিকেট মহল