আড়াই দিনের খেলাতেই কি কানপুর টেস্ট ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিতে পারবে ভারতীয় দল? গ্রিন পার্কে চতুর্থ দিনের খেলা সেই আশা উজ্জ্বল করে তুলেছে।
কানপুর টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ৭৪.২ ওভার ব্যাটিং করে ২৩৩ রান করেছে বাংলাদেশ। সেই রান টপকে যেতে ভারতীয় দলের লাগল মাত্র ২৮ ওভার। দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল টি-২০ ম্যাচে ব্যাটিং করার ভঙ্গিতে ইনিংস শুরু করেন। শুবমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুলরাও ঠিক সেভাবেই ব্যাটিং করলেন। গ্রিন পার্কে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের জন্য আড়াই দিন খেলা সম্ভব হয়নি। তা সত্ত্বেও এই ম্যাচ জেতার চেষ্টা করছে ভারতীয় দল। সেই লক্ষ্যেই দ্রুত রান করলেন যশস্বীরা। মঙ্গলবার পঞ্চম দিন জয়ের লক্ষ্যে ঝাঁপাবে ভারত।
ফর্মে ফিরলেন বিরাট
চিপকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে দুই ইনিংসেই দ্রুত আউট হয়ে যান রোহিত শর্মা ও বিরাট। তবে সোমবার গ্রিন পার্কে ভারতীয় দলের এই দুই তারকা ব্যাটার ফর্মে ফিরলেন। ১১ বলে ৩টি ওভার-বাউন্ডারি ও ১টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন রোহিত। ৩৫ বলে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করেন বিরাট। তিনি নিশ্চিত অর্ধশতরান হারালেন। নিশ্চিত শতরান হারালেন ওপেনার যশস্বী। এই তরুণ ৫১ বলে ১২টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৭২ রান করেন। বড় রান পেলেন না ঋষভ পন্থ (৯)।
৫২ রানে এগিয়ে ভারত
প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮৫ রান তুলে ডিক্লেয়ার করে দিল ভারত। বাংলাদেশের চেয়ে ৫২ রানে এগিয়ে ভারত। ৪৩ বলে ৭টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৬৮ রান করেন কে এল রাহুল। রবীন্দ্র জাডেজা করেন ৮ রান। ১ রান করেই আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিন। আকাশ দীপ করেন ১২ রান। ১ রান করে অপরাজিত থাকেন জসপ্রীত বুমরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
যশস্বী-রোহিতের বিস্ফোরক ব্যাটিং, টেস্টে দ্রুততম অর্ধশতরান, শতরানের রেকর্ড ভারতের
বুমরার ৩ উইকেট, কানপুর টেস্টের চতুর্থ দিন প্রথম ইনিংসে ২৩৩ অলআউট বাংলাদেশ
বিরাট কোহলির খেলা দেখতে সাইকেলে ৫৮ কিলোমিটার পাড়ি! কিশোরের কাণ্ডে হতবাক ক্রিকেট মহল