সংক্ষিপ্ত
পুরো তিন দিন পেলেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জেতার ক্ষমতা আছে ভারতীয় দলের। কিন্তু কানপুর টেস্ট ম্যাচে পুরো তিন দিন পেল না ভারত। ফলে ম্যাচ জেতার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
কানপুর টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশকে অলআউট করতে ভারতীয় দলের লাগল ৭৪.২ ওভার। কিন্তু বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হল চতুর্থ দিনে। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। ৩ উইকেটে ১০৭ রান করেছিল বাংলাদেশ। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের জন্য দ্বিতীয় ও তৃতীয় দিন খেলা সম্ভব হয়নি। চতুর্থ দিন সকালে খেলা শুরু হয়। প্রথম সেশনের পর বাংলাদেশের স্কোর ছিল ৬ উইকেটে ২০৫। দ্বিতীয় সেশনে ২৩৩ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ১০৭ রান করে অপরাজিত থাকেন মোমিনুল হক। বাংলাদেশের অন্য কোনও ব্যাটার বিশেষ লড়াই করতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১, ওপেনার শাদমান ইসলাম ২৪, মেহিদি হাসান মিরাজ ২০, লিটন দাস ১৩ রান করেন।মুশফিকুর রহিম করেন ১১ রান। বাংলাদেশের অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ভারতের হয়ে ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৫৭ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন আকাশ দীপ। ২৮ রান দিয়ে ১ উইকেট নেন রবীন্দ্র জাডেজা।
টি-২০ ম্যাচের ভঙ্গিতে ব্যাটিং ভারতের
ভারতীয় দলের হয়ে প্রথম ইনিংসে ব্যাটিং ওপেন করতে নেমেছেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল। টি-২০ ম্যাচের মতোই ব্যাটিং করছেন এই দুই ব্যাটার। প্রথম ৩ ওভারেই ৫১ রান করে ফেলেছে ভারতীয় দল। যত দ্রুত সম্ভব বাংলাদেশের রান টপকে যাওয়াই রোহিতদের লক্ষ্য। এরপর বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে অলআউট করে ম্যাচ জেতার চেষ্টা করবে ভারত।
কানপুর টেস্টে জয় পাবে ভারত?
সোমবারই যদি বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামিয়ে দিতে পারে ভারতীয় দল, তাহলে এই ম্যাচ জেতার আশা তৈরি হবে। সেই চেষ্টাই করছেন রোহিতরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আইপিএল গভর্নিং কাউন্সিলে অভিষেক, জয় শাহের পরিবর্তে কে হচ্ছেন নতুন সচিব?
আইপিএল-এ প্লেয়ার রিটেনশনের নতুন নিয়ম, সবচেয়ে বেশি লাভবান হবে সিএসকে?
'৫৫ লক্ষ অনেক টাকা,' কলকাতা নাইট রাইডার্সের পারিশ্রমিক নিয়ে সোজাসাপটা জবাব রিঙ্কুর