Devdutt Padikkal: টেস্টে প্রথম ইনিংসেই অর্ধশতরানের পথে, নজর কাড়ছেন দেবদত্ত পাড়িক্কল

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় দলের একাধিক ক্রিকেটারের অভিষেক হল। ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ধ্রুব জুরেল, সরফরাজ খান, দেবদত্ত পাড়িক্কলরা।

Soumya Gangully | Published : Mar 8, 2024 8:02 AM IST / Updated: Mar 08 2024, 02:36 PM IST

ধরমশালা টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনই ভারতীয় দলের জয়ের আশা বাড়ছে। ম্যাচ ক্রমশঃ ইংল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে যাচ্ছেন ভারতের ব্যাটাররা। রোহিত শর্মা ও শুবমান গিলের শতরান এবং যশস্বী জয়সোয়ালের অর্ধশতরানে এমনিতেই কোণঠাসা হয়ে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় দিন রোহিত ও শুবমান আউট হয়ে যাওয়ার পর দেবদত্ত পাড়িক্কল ও সরফরাজ খানের দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে দিশেহারা ইংল্যান্ড শিবির। রাজকোটে অভিষেক টেস্টে দুই ইনিংসেই ভালো পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়ে নেন সরফরাজ। ধরমশালাতেও অর্ধশতরান করলেন এই মিডল অর্ডার ব্যাটার। রানে অপরাজিত সরফরাজ। দেবদত্ত ৪৪ রান করে অপরাজিত। অভিষেক টেস্টেই অর্ধশতরানের পথে এই ব্যাটার। ধরমশালা টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনের পর ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ৩৭৬। ইংল্যান্ডের চেয়ে ১৫৮ রানে এগিয়ে ভারতীয় দল।

ধরমশালা টেস্টে ইনিংসে জয় পাবে ভারতীয় দল?

Latest Videos

ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ৪ ম্যাচের মতো ধরমশালা টেস্ট ম্যাচও যে পঞ্চম দিনে গড়াবে না, সেটা প্রথম দিনই স্পষ্ট হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিন ভারতীয় দল যে অবস্থায়, তাতে ইনিংসে জয়ের আশা বাড়ছে। রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন এখনও ব্যাটিং করতে নামেননি। ফলে ভারতীয় দলের স্কোর ৫০০ পেরিয়ে গেলে ইংল্যান্ডের পক্ষে ইনিংসে হার এড়ানো কঠিন। প্রথম ইনিংসেই অশ্বিন, কুলদীপ যাদবের বোলিং সামাল দিতে পারেননি বেন স্টোকসরা। দ্বিতীয় ইনিংসে তাঁদের কাজ আরও কঠিন হয়ে যাবে।

কী অজুহাত দেবে ইংল্যান্ড

হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জয়ের পর ইংল্যান্ড শিবির এমন ভাব করছিল যেন সিরিজই জিতে নিয়েছে। তারপর টানা ৩ ম্যাচ জিতে সিরিজ দখল করেছে ভারত। ধরমশালাতেও ভারতের জয় নিশ্চিত। সিরিজ শুরুর আগে থাকতে বাজবল নিয়ে গলা ফাটানো ইংল্যান্ড শিবির এখন কী করবে বুঝতে পারছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: রোহিত-শুবমানের শতরান, প্রথম ইনিংসে বড় লিডের পথে ভারত

Yashasvi Jaiswal: ধরমশালায় দুরন্ত ইনিংস, সচিন-কপিল-গাভাসকরদের সঙ্গে একই সারিতে যশস্বী

Ravichandran Ashwin: 'হাসপাতাল থেকেই টেস্ট ম্যাচে ফিরে যেতে বলেন মা,' আবেগপ্রবণ অশ্বিন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
ভাইদের জন্য সত্য নারায়ণ মিষ্টান্নে নতুন মিষ্টির ভাণ্ডার! Singur-এ ভাই ফোঁটায় উপচে পড়া ভিড়
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস