India Vs England: দলগত ব্যর্থতার জন্যই হার, স্বীকার ভারতের অধিনায়কের

হায়দরাবাদ টেস্ট ম্যাচের প্রথম ২ দিন ভারতীয় দলের পূর্ণ দাপট থাকলেও, চতুর্থ দিন জয় পেল ইংল্যান্ড। এই হারে হতাশ ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

Soumya Gangully | Published : Jan 28, 2024 2:53 PM IST / Updated: Jan 28 2024, 09:50 PM IST

হায়দরাবাদ টেস্ট ম্যাচে হারের জন্য কোনও নির্দিষ্ট খেলোয়াড় বা বিভাগকে দায়ী করতে নারাজ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি দলগত ব্যর্থতাকেই দায়ী করছেন। হারের পর রোহিত বলেছেন, ‘৪ দিনেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলা হয়েছে। ফলে আমাদের কোথায় ভুল হয়েছে সেটা নির্দিষ্ট করে বলা কঠিন। প্রথম ইনিংসে ১৯০ রানে এগিয়ে যাওয়ার পর আমাদের মনে হয়েছিল, আমরা এই ম্যাচে এগিয়ে আছি। কিন্তু তারপর কোথায় ভুল হল, সেটা বলা কঠিন। আমরা দল হিসেবে ব্যর্থ হয়েছি। প্রথম ইনিংসে ওদের ব্যাটিং আর আমাদের ব্যাটিং দেখার পর মনে হয়েছিল, আমরা ভালোভাবেই ম্যাচে আছি। কিন্তু দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজনীয় রান করার মতো ব্যাটিং করতে পারিনি আমরা। আমি চেয়েছিলাম মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা পঞ্চম দিনে ম্যাচ টেনে নিয়ে যাক। আমাদের জয়ের জন্য আর ২০-৩০ রান দরকার ছিল। এই ধরনের পরিস্থিতিতে যে কোনও ফল হতে পারে।’

ব্যাটিং ব্যর্থতার কথা উল্লেখ রোহিতের

হায়দরাবাদে হারের জন্য কোনও নির্দিষ্ট বিভাগকে দায়ী করতে না চাইলেও, ব্যাটিং ব্যর্থতার কথা বলেছেন রোহিত। তাঁর বক্তব্য, ‘আমাদের লোয়ার অর্ডার ভালো লড়াই করেছে। ওরা টপ অর্ডারকে দেখিয়ে দিয়েছে, তোমাদেরও লড়াই করতে হবে। আমাদের দৃঢ়চেতা মানসিকতার পরিচয় দিতে হবে। আমাদের যথেষ্ট সাহসী হতে হবে। আমরা সাহস দেখাতে পারিনি। আমরা সুযোগ নিতে চেয়েছিলাম। কিন্তু ব্যাটিংয়ের সময় আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। এরকম হতেই পারে। এটা সিরিজের প্রথম ম্যাচ ছিল। আশা করি ছেলেরা এই হার থেকে শিক্ষা নিতে পারবে।’

বিরাট কোহলির অনুপস্থতির প্রভাব

ব্যক্তিগত সমস্যায় এই সিরিজের প্রথম ২ ম্যাচে নেই বিরাট কোহলি। হায়দরাবাদে ভারতীয় দলের মিডল অর্ডারে তাঁর অভাব স্পষ্ট বোঝা গেল। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টেও নেই বিরাট। ফলে সমস্যায় পড়বে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: কেরিয়ারের সেরা ইনিংস, হায়দরাবাদে ইংল্যান্ডকে জিতিয়ে বললেন অলি পোপ

India Vs England: অভিষেক টেস্টে টম হার্টলির ৯ উইকেট, ২৮ রানে হার ভারতের

Ranji Trophy: সূরজ সিন্ধু জয়সোয়ালের ৮ উইকেট, অসমের বিরুদ্ধে ইনিংসে জয় বাংলার

Read more Articles on
Share this article
click me!