India Vs England: কেরিয়ারের সেরা ইনিংস, হায়দরাবাদে ইংল্যান্ডকে জিতিয়ে বললেন অলি পোপ

খ্রিস্টান ধর্মের সবচেয়ে শ্রদ্ধেয় পোপ থাকেন ভ্যাটিকান সিটিতে। কিন্তু এখন অন্য পোপকে নিয়ে মেতে ইংল্যান্ডের ক্রিকেট মহল। হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক অলি পোপ।

Soumya Gangully | Published : Jan 28, 2024 12:48 PM IST / Updated: Jan 28 2024, 07:01 PM IST

ভারত সফরে টেস্ট ম্যাচে এর আগে বড় রান পাননি। হায়দরাবাদ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও ১ রান করেই আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে অসামান্য ব্যাটিং করলেন অলি পোপ। তাঁর জন্যই জয় পেল ইংল্যান্ড। দলকে জেতানোর পর পোপ বলেছেন, ‘এটাই আমার সেরা ইনিংস। এ ব্যাপারে আমি ১০০ শতাংশ একমত। ভারতে ব্যাটিং করা সবচেয়ে কঠিন। এখানে এসে সিরিজের শুরুটা এভাবে করতে পেরে দারুণ লাগছে। আমি এর আগে যে ৪ বার শতরান করেছি তার চেয়ে এই ইনিংস অনেক এগিয়ে। দ্বিতীয় ইনিংসে আমি ভাগ্যের সহায়তা পেয়েছি। আমি কয়েকবার শট খেলতে গিয়ে ফস্কেছি। ব্যাটের কানায় বল লেগে যাতে আউট না হয়ে যাই সেটা নিশ্চিত করতে চাইছিলাম। এই মানসিকতা নিয়েই আমি ব্যাটিং করেছি। স্যুইপ ও রিভার্স স্যুইপ শট খেলার ক্ষেত্রে ইতিবাচক থাকতে চেয়েছিলাম।’

ভারত সফরের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন পোপ

পোপ জানিয়েছেন, ‘এই সিরিজের জন্য আমি টেকনিকে কিছুটা বদল এনেছি। এই সিরিজের জন্য আমি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি। ব্যাটিংয়ের ধরনে কিছুটা বদল আনতে হয়েছে। ব্যাটিংয়ের উন্নতির জন্য পরিশ্রম করেছি। আমার পরিবারের সদস্যদের খেলা দেখার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে হচ্ছিল। ওরা এবার ঘুমোতে পারবে।’

পোপের প্রশংসায় বেন স্টোকস

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘৩ নম্বরে ব্যাটিং করতে নেমে অলি পোপ যে ধরনের শট খেলেছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ও এরকম কঠিন উইকেটে ১৯০ রান করল। ও স্যুইপ শট ও রিভার্স-স্যুইপের মাধ্যমেই বেশি রান করেছে। ও যেভাবে স্ট্রাইক রোটেট করেছে তাতে আমার মনে হয় এটাই ভারতীয় উপমহাদেশে ইংল্যান্ডের কোনও ব্যাটারের সেরা ইনিংস।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: অভিষেক টেস্টে টম হার্টলির ৯ উইকেট, ২৮ রানে হার ভারতের

Ranji Trophy: সূরজ সিন্ধু জয়সোয়ালের ৮ উইকেট, অসমের বিরুদ্ধে ইনিংসে জয় বাংলার

Australia Vs West Indies: গাব্বায় ঐতিহাসিক জয় ওয়েস্ট ইন্ডিজের, আবেগে কেঁদে ফেললেন লারা, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!