ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন মহম্মদ শামির

অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার টি-২০ ফর্ম্যাটে লড়াইয়ে নামছে ভারতীয় দল। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন সূর্যকুমার যাদবরা।

অস্ট্রেলিয়া সফরে সুযোগ পাননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে ফিরলেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। ২০২৩ সালের ১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ফাইনালে শেষবার ভারতীয় দলের হয়ে খেলেছিলেন এই পেসার। তারপর থেকেই চোটের জন্য জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। গত বছর অস্ত্রোপচার করানোর পর ফিট হয়ে উঠে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন শামি। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফিতে খেলেন তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো পারফরম্যান্স দেখান এই তারকা। তিনি ফিটনেসেরও প্রমাণ দেন। কিন্তু তারপরেও শামির ফিটনেস নিয়ে সন্তুষ্ট ছিলেন না ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। এই কারণেই শামিকে অস্ট্রেলিয়া সফরে সুযোগ দেওয়া হয়নি। তবে এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-২০ ফর্ম্যাটে সুযোগ পেলেন শামি।

বাদ পড়লেন ঋষভ পন্থ

Latest Videos

অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে লড়াই করেন ঋষভ পন্থ। কিন্তু একাধিক ইনিংসে উইকেটে জমে যাওয়ার পরেও দায়সারা গোছের শট খেলে আউট হয়ে যান এই উইকেটকিপার-ব্যাটার। এই কারণেই হয়তো তাঁকে বাদ দেওয়া হল। গত বছর শ্রীলঙ্কা সফরে শেষবার ভারতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলার সুযোগ পেয়েছিলেন ঋষভ। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলার সুযোগ পেলেন না। উইকেটকিপার হিসেবে দলে আছেন সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। শেষবার যখন ভারতীয় দল টি-২০ সিরিজ খেলেছিল, তখন টপ অর্ডারে ব্যাটিং করতে নেমে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন সঞ্জু। এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও তিনিই ব্যাটিং ওপেন করতে পারেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের ১৫ জনের দল

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে আছেন- সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল (উইকেটকিপার)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সুযোগ পেলেন না মহম্মদ শামি, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে অভিমন্যু ঈশ্বরণ

Sourav Ganguly: 'বুমরা, শামি, সিরাজ, মুকেশ থাকতে ভারতে ঘূর্ণি পিচ কেন দরকার?' ভালো উইকেটের পক্ষে সওয়াল সৌরভের

বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগেই খারাপ খবর পেয়েছিলেন মহম্মদ শামি! কী হতে চলেছে তাঁর জীবনে?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |