BCCI: শৃঙ্খলাভঙ্গের জের, বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন বিসিসিআই-এর নতুন বার্ষিক চুক্তি ঘোষণা করা হল। এই চুক্তি নিয়ে যে জল্পনা চলছিল সেটাই সত্যি হল।

বুধবার নতুন বার্ষিক চুক্তি ঘোষণা করল বিসিসিআই। এই চুক্তি থেকে বাদ পড়লেন ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। শৃঙ্খলাভঙ্গের জন্যই এই দুই ক্রিকেটারকে চুক্তি থেকে বাদ দেওয়া হল। কে এল রাহুল ও শুবমান গিলের উন্নতি হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, গ্রেড এ+ তালিকায় আছেন অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটার বিরাট কোহলি, তারকা পেসার জসপ্রীত বুমরা ও তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। গ্রেড এ-তে আছেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, রাহুল, শুবমান ও হার্দিক পান্ডিয়া। গ্রেড বি-তে আছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও যশস্বী জয়সোয়াল। গ্রেড সি-তে আছেন রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, কে এস ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান ও রজত পতিদার। 

বিসিসিআই চুক্তিতে আকাশ দীপ

Latest Videos

বিসিসিআই-এর চুক্তির কোনও গ্রেডে না রাখলেও, কয়েকজন ফাস্ট বোলারের সঙ্গে চুক্তি করা হয়েছে। বাংলার পেসার আকাশ দীপ এই চুক্তির আওতায় আছেন। এছাড়া বিজয়কুমার বিশাক, উমরান মালিক, যশ দয়াল ও বিড়ওয়াথ কাবেরাপ্পার সঙ্গেও চুক্তি করেছে বিসিসিআই।

 

 

বিসিসিআই চুক্তিতে জায়গা পাচ্ছেন ধ্রুব জুরেল, সরফরাজ খান

বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোনও ক্রিকেটার অন্তত ৩টি টেস্ট ম্যাচ, ৮টি ওডিআই এবং ১০টি টি-২০ ম্যাচ খেললে গ্রেড সি-তে জায়গা পাবেন। ফলে চুক্তিতে জায়গা পাচ্ছেন ধ্রুব জুরেল ও সরফরাজ খান। এই দুই ক্রিকেটার এখনও পর্যন্ত ২টি করে টেস্ট ম্যাচ খেলেছেন। ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ খেলার পরেই গ্রেড সি-তে জায়গা পাবেন ধ্রুব ও সরফরাজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

KL Rahul: চিকিৎসার জন্য লন্ডনে, ধরমশালা টেস্টেও অনিশ্চিত কে এল রাহুল

Dhruv Jurel: রাঁচি টেস্টে দুরন্ত পারফরম্যান্স, আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি ধ্রুব জুরেলের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র