India Vs England: 'পরের দুটো টেস্ট খেলতে হবে, না হলে দেশে ফেরার উড়ান ধরত,' ইংল্যান্ডকে কটাক্ষ শ্রীকান্তের

হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে গেলেও, বিশাখাপত্তনম ও রাজকোটে জয় পাওয়ায় সিরিজে ২-১ এগিয়ে ভারতীয় দল।

বাজবল নিয়ে অনেক কথা বললেও, ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে বিশেষ সুবিধা করতে পারছে না ইংল্যান্ড। হায়দরাবাদ টেস্টে সামান্য ব্যবধানে জয় পেলেও, বিশাখাপত্তনম ও রাজকোট টেস্ট ম্যাচে পর্যুদস্ত হয়েছে বেন স্টোকসের দল। রাজকোট টেস্টে ৪৩৪ রানে জয় পেয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের ব্যাটার ও বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। রাজকোটে ভারতের বড় জয়ের পর ইংল্যান্ড দলকে কটাক্ষ করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। একটি ইউটিউব শোয়ে তিনি বলেছেন, ‘যদি সম্ভব হত, তাহলে ওরা দেশে ফেরার জন্য পরের উড়ানই ধরত। কিন্তু ওদের পরের দুটো টেস্ট খেলতে হবে।’

বাজবল নিয়ে কটাক্ষ শ্রীকান্তের

Latest Videos

ইংল্যান্ড দলের রণকৌশল নিয়ে কটাক্ষ করে শ্রীকান্ত বলেছেন, 'বাজবল ও অন্যান্য যে সব তত্ত্বের কথা বলা হয়েছে, সেগুলি নেহাতই প্রচার। কোথায় এসব কাজে লেগেছে? অ্যাশেজে কি সেটা কাজে লেগেছে? সোজ কথা বলছি, ওরা যদি এভাবে খেলতে থাকে, তাহলে কোনও কৌশলই কার্যকর হবে না। বাজবল নিয়ে অনেক প্রচার হয়েছে। এই প্রচারকে কার্যকর করতে হলে ভারতের পরিবেশ-পরিস্থিতিতে ব্যাটিংয়ের দক্ষতা দরকার ছিল। এখানে বোলিংয়ের জন্য প্রতিভাও দরকার ছিল।'

ইংল্যান্ডের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন, মত শ্রীকান্তের

এই সিরিজের বাকি ম্যাচগুলিতে ইংল্যান্ডের সম্ভাবনা প্রসঙ্গে শ্রীকান্ত বলেছেন, ‘আমার মনে হয়, দীর্ঘমেয়াদী ভিত্তিতে বাজবল কাজ করবে না। ওদের ব্যাটাররা ক্রিজে গিয়ে প্রতিটি বলেই শট খেলার চেষ্টা করছে। ব্রেন্ডন ম্যাকালাম এভাবে ব্যাটিং করতে পারে, বেন স্টোকসও এভাবে ব্যাটিং করতে পারে। কিন্তু সবার পক্ষে এভাবে ব্যাটিং করা সম্ভব নয়। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। আমার মনে হয়, বাজবল নিয়ে অতিরিক্ত প্রচার হচ্ছে। আমার এটাই মনে হচ্ছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ravindra Jadeja: রাজকোটে ম্যাচের সেরার পুরস্কার স্ত্রীকে উৎসর্গ জাডেজার

India Vs England: রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হচ্ছে বুমরাকে, দলে ফিরতে পারেন রাহুল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia