Virat Kohli: বিরাট কোহলি থুতু দিয়েছিলেন, এবি ডিভিলিয়ার্সের হস্তক্ষেপে ক্ষমা চান, বিস্ফোরক ডিন এলগার

ফুটবল ম্যাচে একাধিকবার ফুটবলারদের প্রতিপক্ষের উদ্দেশ্যে থুতু ছিটিয়ে দিতে দেখা গিয়েছে। ক্রিকেট মাঠে এই ধরনের ঘটনা খুব বেশি দেখা যায়নি।

Soumya Gangully | Published : Jan 29, 2024 1:39 PM IST / Updated: Jan 29 2024, 07:54 PM IST

ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ চলাকালীন থুতু ছিটিয়েছিলেন বিরাট কোহলি। এমনই চাঞ্চল্যকর দাবি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডিন এলগারের। তাঁর দাবি, এই ঘটনার ২ বছর পর যখন আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ এবি ডিভিলিয়ার্স সেই ঘটনার কথা উল্লেখ করেন, তখন ক্ষমা চান বিরাট। দেশের মাটিতে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলার পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এলগার। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা না খেলায় তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করেন এলগার। তাঁর বিদায়ী টেস্ট ম্যাচে সৌজন্য বজায় ছিল। কিন্তু এবার বিস্ফোরক মন্তব্য করেছেন এই প্রাক্তন ক্রিকেটার।

২০১৫ সালের সিরিজে গোলমাল হয়েছিল?

ভারত-দক্ষিণ আফ্রিকার কোন সিরিজে বিরাটের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়েছিলেন, সে কথা উল্লেখ করেননি এলগার। তবে ক্রিকেট মহলের ধারণা, ২০১৫ সালে যখন ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা, সেই সিরিজেই গণ্ডগোল হয়। কারণ, সেবার বিরাট ও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে বচসায় জড়ান এলগার। তিনি একটি সাক্ষাৎকারে ভারত সফর সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ক্রিস মরিস ও রাগবি খেলোয়াড় জিঁ ডি ভিলিয়ার্সের সঙ্গে কথোপকথনের সময় এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘সবসময়ই বচসা হত। ভারতে যে উইকেটে খেলা হয়, সেসব প্রহসন ছাড়া কিছু নয়। আমি ব্যাটিং করতে নেমে ক্রিজের একটা দিক আটকে রেখেছিলাম। অশ্বিন ও (রবীন্দ্র) জাদেজার বোলিং সামাল দিচ্ছিলাম। সেই সময় আমাকে থুতু দেয় কোহলি। আমি ওকে বলি, তুমি যদি এটা করো, তাহলে ব্যাট দিয়ে তোমাকে মারব।’

অশ্লীল শব্দপ্রয়োগ এলগারের

এলগার নিজেই জানিয়েছেন, তিনি বিরাটের উদ্দেশ্যে অশ্লীল শব্দপ্রয়োগ করেন।  সে কথা শুনে সাক্ষাৎকারের উপস্থাপক প্রশ্ন করেন, 'বিরাট কোহলি কি তোমার কথা বুঝতে পেরেছিল?' এলগার জবাব দেন, ‘ও বুঝতে পেরেছিল। কারণ, আরসিবি-তে ওর সতীর্থ ছিল ডিভিলিয়ার্স। আমি ওকে বলেছিলাম, থুতু দিলেই মারব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

আরও পড়ুন-

India Vs England: চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই রাহুল-জাদেজা, চাপে ভারতীয় দল

India Vs England: দলগত ব্যর্থতার জন্যই হার, স্বীকার ভারতের অধিনায়কের

India Vs England: অভিষেক টেস্টে টম হার্টলির ৯ উইকেট, ২৮ রানে হার ভারতের

Read more Articles on
Share this article
click me!