সংক্ষিপ্ত

বেঙ্গালুরু টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করলেন ভারতীয় দলের তারকা বিরাট কোহলি। তিনি টেস্ট ক্রিকেটে নতুন নজিরও গড়লেন।

বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলেও, দিনের শেষ বলে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। ফলে তিনি যেমন হতাশ হয়ে মাঠ ছাড়লেন, তেমনই ভারতীয় শিবিরও হতাশ। এদিনই টেস্ট ক্রিকেটে ৯,০০০ রান পূর্ণ করেন বিরাট। তিনি চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৯,০০০ রান পূর্ণ করলেন। কিন্তু তিনি এদিন অপরাজিত থাকতে পারলেন না। ১০২ বলে ৭০ রান করে গ্লেন ফিলিপসের বলে টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বিরাট। তিনি আটটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। বিরাট আউট হয়ে যাওয়ায় বেঙ্গালুরু টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ২৩১। নিউজিল্যান্ডের চেয়ে এখনও ১২৫ রানে পিছিয়ে ভারত। দিনের শেষে ৭০ রান করে অপরাজিত সরফরাজ খান। তিনি এখনও ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ৫২ রান করে আউট হয়ে যান। অপর ওপেনার যশস্বী জয়সোয়াল ৩৫ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে জোড়া উইকেট নেন আজাজ প্যাটেল। অপর উইকেট নেন ফিলিপস।

রাচিন রবীন্দ্রর শতরান

শুক্রবার বেঙ্গালুরু টেস্ট ম্যাচের তৃতীয় দিন প্রথম ইনিংসে ৪০২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ১৩৪ রান করেন রাচিন রবীন্দ্র। টিম সাউদি করেন ৬৫ রান। ওপেনার ডেভন কনওয়ে করেন ৯১ রান। ভারতের হয়ে ৩ উইকেট করে নেন রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব। জোড়া উইকেট নেন মহম্মদ সিরাজ। ১ উইকেট নেন জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন।

চতুর্থ দিনের প্রথম সেশন গুরুত্বপূর্ণ

বেঙ্গালুরু টেস্ট ম্যাচে ইনিংসে হার বাঁচাতে হলে এখনও ১২৬ রান করতে হবে ভারতীয় দলকে। সেটাই এখন প্রধান লক্ষ্য। ঋষভ পন্থ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারবেন কি না স্পষ্ট নয়। ফলে চাপে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ডিফেন্সিভ শট খেলতে গিয়ে প্লেড অন, বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে আউট হয়ে হতাশ রোহিত, ভাইরাল ভিডিও

১২ বছর পর টেস্টে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের ব্যাটারের শতরান, 'ঘরের মাঠে' নতুন নজির রাচিন রবীন্দ্রর

বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন মাঠে নামতে পারলেন না ঋষভ, ফিটনেস নিয়ে চিন্তায় বিসিসিআই