বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা ভেস্তে গেল। বৃহস্পতিবার আবহাওয়া ভালো থাকলে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে পারে।
সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষাই সার, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের খেলা শুরু করা সম্ভব হল না। সকাল থেকে বৃষ্টির জন্য টস করাই সম্ভব হয়নি। প্রথম দুই সেশনের খেলা ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখে আম্পায়াররা এদিনের মতো খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। আবহাওয়ার উন্নতি না হওয়ায় এদিন খেলা শুরু করা সম্ভব ছিল না। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের জল নিকাশি ব্যবস্থা বিশ্বমানের হলেও, বৃষ্টি না থামলে খেলা শুরু করা সম্ভব নয়। বৃহস্পতিবার যদি বৃষ্টি না হয়, তাহলে খেলা শুরু করা সম্ভব হবে।
বৃহস্পতিবার আগে শুরু হবে খেলা
বৃহস্পতিবার আবহাওয়ার উন্নতি হলে সকাল আটটা বেজে ৪৫ মিনিটে টস হবে। ৯টা বেজে ১৫ মিনিটে খেলা শুরু হবে। প্রথম সেশনের খেলা চলবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। বেলা ১২টা বেজে ১০ মিনিটে দ্বিতীয় সেশনের খেলা শুরু হবে। দুপুর দুটো বেজে ২৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশনের খেলা চলবে। তৃতীয় সেশনের খেলা শুরু হবে দুপুর দুটো বেজে ৪৫ মিনিটে। বিকেল চারটে বেজে ৪৫ মিনিট পর্যন্ত খেলা চলবে। তবে সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার উপর।
দর্শকদের মাতিয়ে দিলেন বিরাট কোহলি
আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন বিরাট কোহলি। ফলে বেঙ্গালুরুতে তিনি অত্যন্ত জনপ্রিয়। বুধবার খেলা শুরু হচ্ছে না দেখে ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ইন্ডোরে অনুশীলন করতে যান। সেই সময় গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশে হাত নাড়েন বিরাট। তাঁকে বাউন্ডারি লাইনের ধারে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শকরা। সারাদিনে এটুকুই দর্শকদের প্রাপ্তি। বৃষ্টি ছাড়া এদিন আর কোনও উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের
প্রিয়ম গর্গের অপরাজিত শতরান, রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে হার বাঁচাল উত্তরপ্রদেশ
'অভিষেক ম্যাচের মতোই এখনও বিরাটের রানের খিদে একইরকম,' প্রশংসায় গম্ভীর