বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি, ভারত-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনের খেলা শুরু করা যাবে?

কানপুরে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচে বিঘ্ন ঘটিয়েছিল বৃষ্টি। এবার বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচেও হানা দিল বৃষ্টি।

Soumya Gangully | Published : Oct 16, 2024 4:10 AM IST / Updated: Oct 16 2024, 10:20 AM IST

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু বৃষ্টির জন্য এখনও টসই সম্ভব হল না। সকাল ৯টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু এখনও বৃষ্টি থামেনি। ফলে কখন খেলা শুরু করা সম্ভব হবে, সে বিষয়ে এখনও কিছু বলা সম্ভব নয়। ক্রিকেটারদের পাশাপাশি দর্শকরাও খেলা শুরু হওয়ার অপেক্ষায়। ছাতা মাথায় গ্যালারিতে অপেক্ষা করছেন দর্শকরা। ক্রিকেটাররা ড্রেসিংরুমে অপেক্ষা করছেন। বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টির জন্য স্কুল-কলেজ বন্ধ। শহরের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। ফলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এরই মধ্যে অনেক ক্রিকেটপ্রেমী ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা দেখার জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন। তবে এত কষ্ট করে স্টেডিয়ামে পৌঁছলেও, দর্শকদের আশা পূরণ হচ্ছে না।

ইন্ডোরে অনুশীলনে ক্রিকেটাররা

Latest Videos

বৃষ্টি না থামলেও, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার আশায় ক্রিকেটার ও দর্শকরা। এই স্টেডিয়ামে জল নিকাশি ব্যবস্থা বিশ্বমানের। এই কারণে বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই আউটফিল্ড খেলার উপযুক্ত করে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ইন্ডোরে অনুশীলন শুরু করেছেন। তাঁরা মাঠে নামার জন্য তৈরি হচ্ছেন।

স্বস্তি দিচ্ছে না আবহাওয়া

শেষ খবর পাওয়া পর্যন্ত বেঙ্গালুরুতে বৃষ্টির বেগ কিছুটা কমেছে। কিন্তু এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। ফলে বুধবার খেলা শুরু হওয়া নিয়ে সংশয় রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সারাদিন বৃষ্টি হতে পারে। সেটা হলে এদিন কোনওভাবেই খেলা শুরু করা সম্ভব হবে না। তবে এখনও অপেক্ষা করছেন দর্শকরা। ক্রিকেটাররাও বৃষ্টি থামার অপেক্ষায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

প্রিয়ম গর্গের অপরাজিত শতরান, রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে হার বাঁচাল উত্তরপ্রদেশ

'অভিষেক ম্যাচের মতোই এখনও বিরাটের রানের খিদে একইরকম,' প্রশংসায় গম্ভীর

Share this article
click me!

Latest Videos

কার্নিভালের পাল্টা মিছিল থেকে মমতাকে ধুয়ে দিলেন রুদ্রনীল, দেখুন কী বললেন তিনি | Rudranil Ghosh
উত্তাল বিক্ষোভ Krishnanagar-এ! Locket Chatterjee-র নেতৃত্বে রাস্তা অবরোধ করে চলে তীব্র প্রতিবাদ!
লক্ষ্মীপুজো কী এবার বন্ধ Narayanganj বাসিন্দাদের? কী হল দেখুন! | South 24 Parganas News
'হিন্দুদের উপর আক্রমণ নিয়ে চুপ কেন মমতা?' প্রশ্ন তুলে বিঁধলেন অগ্নিমিত্রা | Agnimitra on Mamata
Krishnagar News : কৃষ্ণনগরের ঘটনায় উত্তেজিত জনতা, পুলিশকে জুতো দেখালেন বিক্ষোভকারীরা