Khushi Mukherjee: মডেল ও অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় নিজের কাজের জগতে সাফল্য পেলেও, সারা দেশে খুব বেশি বিখ্যাত নন। তবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে সাড়া ফেলে দিয়েছেন খুশি।
KNOW
Suryakumar Yadav: ক্রিকটের (Cricket) সঙ্গে বলিউডের (Bollywood) ঘনিষ্ঠ যোগাযোগ নতুন কিছু নয়। অনেক ক্রিকেটারের সঙ্গেই বলিউডের অভিনেত্রীর বিয়ে হয়েছে। বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগও উঠেছে। এবার তেমনই বিতর্কে নাম জড়াল সূর্যকুমার যাদবের। তাঁর সম্পর্কে মুখ খুলেছেন অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় (Khushi Mukherjee)। তিনি দাবি করেছেন, ‘অনেক ক্রিকেটারই আমার পিছনে পড়েছিল। সূর্যকুমার যাদব আমাকে অনেক মেসেজ পাঠাত। তবে এখন আর আমাদের বেশি কথা হয় না। আমি ওর সঙ্গে কথা বলতেও চাই না। কারও সঙ্গে আমার নাম জুড়ে যাক, তা আমি চাই না। এখন আমার সঙ্গে কারও নাম জড়িয়েও নেই।’ ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার বিবাহিত। তাঁকে নিয়ে এর আগে এই ধরনের কোনও বিতর্ক তৈরি হয়নি। কিন্তু এবার তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হল।
কে এই অভিনেত্রী?
১৯৯৬ সালের ২৪ নভেম্বর কলকাতায় (Kolkata) জন্ম হয় খুশির। দক্ষিণ ভারতীয় ভাষার ছবি এবং বোল্ড ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এই বাঙালি মডেল ও অভিনেত্রী অনেকবার বিতর্কে জড়িয়ে পড়েছেন। ২০১৩ সালে তামিল ছবি 'অঞ্জল থুরাই'-এর (Anjal Thurai) মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন খুশি। এরপর তেলুগু ছবি 'ডোঙ্গা প্রেমা' (Donga Prema), 'হার্ট অ্যাটাক'-এ (Heart Attack) অভিনয় করেছেন। হিন্দি ছবি 'শৃঙ্গার'-এও (Shringaar) অভিনয় করেছেন তিনি। এছাড়া আরও কিছু কাজ করেছেন এই বিতর্কিত অভিনেত্রী।
টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছেন সূর্যকুমার
পাঁচ মাস পরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup)। ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপে খেলতে নামছেন সূর্যকুমার। তিনি দেশের মাটিতে ভারতীয় দলকে ফের চ্যাম্পিয়ন করতে চান। বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তারকা ব্যাটার। তিনি সম্প্রতি আন্তর্জাতিক ফর্ম্যাটে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। টি-২০ বিশ্বকাপের আগে ফর্মে ফেরাই তাঁর একমাত্র লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


