নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলকে সহজ জয় এনে দিলেন মহম্মদ শামি। ভবিষ্যতে আরও সাফল্য পাওয়াই লক্ষ্য, জানালেন বাংলার এই পেসার।
৬ ওভারে মেডেন-সহ ১৮ রান দিয়ে ৩ উইকেট। রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে অসাধারণ পারফরম্যান্স দেখালেন মহম্মদ শামি। প্রথম ওভারেই ফিন অ্যালেনকে আউট করে নিউজিল্যান্ড শিবিরে ধাক্কা দেন এই পেসার। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি কিউয়িরা। টম ল্যাথামের দল ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায়। মাত্র ৩ জন ব্যাটার ২ অঙ্কের রান করেন। সর্বাধিক ৩৬ রান করেন গ্লেন ফিলিপস। ২৭ রান করেন মিচেল স্যান্টনার। ২২ রান করেন প্রথম ওডিআই ম্যাচে অসাধারণ শতরান করা মাইকেল ব্রেসওয়েল। অ্যালেন ছাড়াও ড্যারিল মিচেল ও ব্রেসওয়েলকে ফেরান শামি। এই পারফরম্যান্সের পর বাংলার পেসার বলেছেন, 'আমি যথনই বোলিং শুরু করি উপযুক্ত লাইন ও লেংথ বজায় রাখার চেষ্টা করি। কিন্তু কোনও কোনও ম্যাচে ভালো বোলিং করেও উইকেট পাওয়া যায় না। আবার কোনওদিন ছন্দে না থেকেও উইকেট পাওয়া যায়। আমার মনে হয়, অনুশীলনে যত বেশি পরিশ্রম করা যায়, ম্যাচে তত বেশি সাফল্য পাওয়া যায়। আমি কোনওদিন ভাবিনি সিম পজিশন ঠিক রাখতে পারব। হাওয়ায় বল ভেসে যাওয়ার সময় সিম সোজা আছে দেখে আনন্দ হচ্ছিল। নতুন বলে বোলিং করার সময় পরিবেশ-পরিস্থিতি পর্যালোচনা করা জরুরি। পিচ কেমন আচরণ করছে, সেটা অন্য বোলারদের জানিয়ে দেওয়ার দায়িত্বও আছে।'
ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, 'গত ৫ ম্যাচে বোলাররা ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ওদের আমরা যখনই যেটা করতে বলি, তখনই ওরা সেটা করে দেখায়। ভারতে সাধারণত এই ধরনের সিম মুভমেন্ট দেখা যায় না। ভারতের বাইরেই সাধারণত এই ধরনের সিম মুভমেন্ট দেখা যায়। আমাদের দলের বোলারদের দক্ষতা অসাধারণ। ওরা প্রচুর পরিশ্রম করে। ওরা পরিশ্রমের ফল পাচ্ছে দেখে ভালো লাগছে। আমরা ম্যাচের আগের দিন অনুশীলন করেছি। কৃত্রিম আলোয় বল দ্রুতগতিতে যাচ্ছিল। আমরা জানতাম, ওরা যদি ২৫০ রান করতে পারে, তাহলে আমাদের পক্ষে সেই টার্গেট তাড়া করা কঠিন হবে। কিন্তু তারপরেও আমরা রান তাড়া করার সিদ্ধান্ত নিই। গত ম্যাচে আমরা প্রথমে ব্যাটিং করেছিলাম। সে কারণে এবার রান তাড়া করার চ্য়ালেঞ্জ নিই।'
রোহিত আরও বলেছেন, ‘ইন্দোরে ওডিআই সিরিজের শেষ ম্যাচে আমি কী করব জানি না। দলের সবারই আত্মবিশ্বাস তুঙ্গে। শামি ও (মহম্মদ) সিরাজরা লম্বা স্পেলে বল করতে তৈরি ছিল। তবে আমি ওদের মনে করিয়ে দিই, টেস্ট সিরিজ আসছে। তাই ওদের দিকে আমার খেয়াল রাখতে হবে। আমি নিজের খেলায় বদল আনার চেষ্টা করছি। আমি বোলারদের পাল্টা মার দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় সেটা গুরুত্বপূর্ণ। আমি জানি বড় স্কোর করতে পারছি না। তবে আমি সেটা নিয়ে খুব একটা ভাবছি না।’
আরও পড়ুন-
শামি-ওয়াশিংটনের দুর্দান্ত বোলিংয়ের পর রোহিত-শুবমানের ব্যাটিংয়ে সিরিজ ভারতের
এসএ২০ লিগে খেলুন মহেন্দ্র সিং ধোনির মতো ভারতীয় ক্রিকেটাররা, চাইছেন গ্রেম স্মিথ
ভারতীয় ক্রিকেটে আরও এক তারকার উত্থান, ২০৮ রানের বিক্রমে শুবমান-এ মোহিত ক্রিকেট দুনিয়া