IND Vs NZ 3rd T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টি-২০ ম্যাচে প্রথমে ব্যাটিং ভারতের

Published : Feb 01, 2023, 06:36 PM ISTUpdated : Feb 01, 2023, 07:15 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ভারতের। সিরিজ এখন ১-১। ফলে যে দল তৃতীয় ম্যাচ জিতবে তারাই সিরিজে জয় পাবে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। বাদ পড়েছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর বদলে দলে এসেছেন উমরান মালিক। ভারতীয় দলে আছেন- শুবমান গিল, ঈশান কিষান, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, উমরান মালিক ও আর্শদীপ সিং। এই সিরিজের কোনও ম্যাচেই খেলার সুযোগ পেলেন না পৃথ্বী শ। নিউজিল্যান্ড দলে একটি বদল হয়েছে। জ্যাকব ডাফির বদলে দলে এসেছেন বেন লিস্টার। নিউজিল্যান্ড দলে আছেন- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ইশ সোধি, লকি ফার্গুসন, বেন লিস্টার ও ব্লেয়ার টিকনার। রাঁচিতে প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত। তবে লখনউয়ে দ্বিতীয় ম্যাচ জিতে প্রত্যাবর্তন ঘটিয়েছেন হার্দিক-সূর্যকুমাররা। এবার তৃতীয় ম্যাচ জিতে সিরিজের দখল নেওয়াই ভারতের লক্ষ্য।

টসে জিতে ভারতের অধিনায়ক হার্দিক বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। আমরা বড় স্কোর করতে চাই। তারপর সেখান থেকে ম্যাচ এগিয়ে নিয়ে যাব। উইকেট দেখে ভালো বলেই মনে হচ্ছে। আমরা এখানে আইপিএল ফাইনাল খেলেছি। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে বোলাররা কিছুটা সুবিধা পেয়েছিলেন। এই সিরিজের প্রথম ২ ম্যাচ ব্যাটারদের পক্ষে কঠিন ছিল। তবে তারা যেভাবে খেলেছে তাতে ওদের কৃতিত্ব দিতেই হবে। আমাদের দলের এটাই লক্ষ্য। আমাদের কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হতে পারে তবে আমরা তা থেকে শিক্ষা নিতে চাই। এই ধরনের নক-আউট ম্যাচ থেকে অনেককিছু শেখা যায়। এই উইকেট দেখে মনে হচ্ছে ফাস্ট বোলাররা সুবিধা পেতে পারে। সেই কারণে যুজির বদলে উমরানকে দলে নেওয়া হয়েছে।’

নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার বলেছেন, ‘আমরা টসে জিতলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতাম। পিচ দেখে ভালো লাগছে। লখনউয়ের পিচে খেলা কঠিন ছিল।  আমরা প্রথমে ব্যাটিং করে যদি ১২০ রান করতে পারতাম তাহলে হয়তো জয় পেতাম। কিন্তু যা হয়েছে তার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। আমি এই প্রথম এখানে খেলছি। এটা সিরিজ নির্ণায়ক ম্যাচ। এর চেয়ে বড় ম্যাচ আর হয় না। আমাদের দলের সবাইকে বড় বাউন্ডারির সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা আমাদের কাছে কঠিন ব্যাপার হতে পারে।’

আরও পড়ুন-

ফের 'মাহি মার রহা হ্যায়', মেজাজে ধোনি, আইপিএল-এর জন্য শুরু অনুশীলন

সুস্থ হয়ে উঠছেন, চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন ঋষভ পন্থ

ভারতের পিচে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলা অপ্রাসঙ্গিক, দাবি স্টিভ স্মিথের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?