India vs South Africa 2nd ODI: বিরাটময় রায়পুর। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে (india vs south africa 2nd odi)। যে ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা (ind vs sa odi)।
আর সেই ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে, যথেষ্ট ভালো জায়গায় রয়েছে ভারত। সবথেকে বড় বিষয়, আবারও দুর্দান্ত সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। যেন ব্যাটেই জবাব দিচ্ছেন রোজ। তাঁকে নিয়ে জল্পনা কম হয়নি। কোহলির ফিটনেস সহ ড্রেসিংরুমের একাধিক বিষয় নিয়ে চর্চা চলেছে লাগাতার। কিন্তু নিন্দুকদের মুখের উপর তো জবাব দিতেই হবে। আর সেটাই করে দেখালেন বিরাট কোহলি।
প্রথম ম্যাচের পর, এবার দ্বিতীয় ম্যাচেও দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন কিং কোহলি। এদিন ৯৩ বলে ১০২ রানের অসাধারণ ইনিংস উপহার দেন বিরাট। স্ট্রাইক রেট ১০৯.৬৮। কোহলির ইনিংসে ছিল ৭টি চার এবং ২টি ছয়।
নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিরাটের এই ইনিংস নিয়ে আলোচনা হতে বাধ্য। কারণ, পরপর দুই ম্যাচে শতরান। এ তো মুখের কথা নয়। বুধবারের সেঞ্চুরি যেন গৌতম গম্ভীরের মুখের উপর আবারও সোজাসাপ্টা জবাব। যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সিরিজে পরাজিত হয়েছে ভারত, সেই দক্ষিণ আফ্রিকাকেই নাকানোচোবানি খাওয়াচ্ছে টিম ইন্ডিয়া। নেপথ্যে রয়েছেন সেই কিং কোহলি।
বিরাটের দাপুটে ব্যাটিং এবং সঙ্গে বুদ্ধিদীপ্ত ক্রিকেটীয় শট যেন আবারও প্রমাণ করে দিল যে, ২২ গজের কিং এখনও ফুরিয়ে যাননি। আসলে সমালোচনা তাঁকে আরও শক্তিশালী করে তোলে এবং শেখায় যে, মাথা ঠাণ্ডা রেখে কীভাবে অসাধারণ সব ইনিংস উপহার দিতে হয়। কিং কোহলি আসলে ২২ গজের রাজাই বটে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।