
Vaibhav Suryavanshi T20 Century: বয়স এখনও ১৫ বছর হয়নি। এরই মধ্যে টি-২০ ফর্ম্যাটে তিনটি শতরান করে ফেললেন বৈভব সূর্যবংশী। ভারতের অনূর্ধ্ব-১৯ দল ও ভারতীয় এ দলের হয়ে ঝোড়ো ব্যাটিং করার পর এখন বিহারের (Bihar) হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) খেলছেন এই কিশোর। ১৪ বছর বয়সি এই ব্যাটার প্রথমবার ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে খেলছেন। মঙ্গলবার কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মহারাষ্ট্রের (Maharashtra) বিরুদ্ধে ৫৭ বলে শতরান করলেন বৈভব। তিনি শেষপর্যন্ত ৬১ বল খেলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল সাতটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। বৈভব ছাড়া বিহারের অন্য কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে তিন উইকেট হারিয়ে ১৭৬ রান করে বিহার। যদিও বৈভবের এই অপরাজিত শতরান তাঁর দলের কাজে লাগল না। পাঁচ বল বাকি থাকতে তিন উইকেটে জয় তুলে নিল মহারাষ্ট্র। অধিনায়ক পৃথ্বী শ (Prithvi Shaw) ওপেন করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করলেন। তিনি ৩০ বল খেলে ৬৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। অধিনায়কের দাপটে ১৯.১ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮২ রান তুলে জয় পেল মহারাষ্ট্র।
মঙ্গলবার ইডেনে বিহার দল মোট যত রান করে, তার অর্ধেকেরও বেশি করেন বৈভব। ১৪ বছর বয়সেই দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এই কিশোর। তিনি ২০২৫ সালের আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ঝোড়ো শতরান করার পর ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন বৈভব। তিনি সিনিয়র জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবিদার হয়ে উঠছেন।
বয়স ১৪ বছর হলেও, নিয়মিত সিনিয়র বোলারদের বিরুদ্ধে খেলার ফলে পরিণত হয়ে উঠছেন বৈভব। তিনি বলের দক্ষতা ও পিচ, পরিবেশ-পরিস্থিতি বিচার করে ব্যাটিং করছেন। এই কিশোর এভাবেই খেলে যেতে পারলে অনেকদূর যাবেন বলে আশাবাদী ক্রিকেট মহল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।