India vs South Africa 2nd ODI: রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে (india vs south africa 2nd odi)। যে ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা (ind vs sa odi)।
প্রথম ম্যাচে জিতে ইতিমধ্যেই আত্মবিশ্বাসী রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এবার তারা খেলতে নামছে দ্বিতীয় ম্যাচে। উল্লেখ্য, প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া ১৭ রানে জয় পায়। ফলে, তিন ম্যাচের সিরিজে আপাতত তারা ১-০ ব্যবধানে এগিয়ে আছে।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সেই ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ইনিংস। অনবদ্য সেঞ্চুরি উপহার দেন বিরাট। খেলেন ১৩৫ রানের মহারাজকীয় ইনিংস। অন্যদিকে, রোহিতের ঝুলিতে ৫৭ রান এবং অধিনায়ক কেএল রাহুলের সংগ্রহে ৬০ রান।
রোহিত-কোহলি জুটি ফর্মে ফিরতেই ফের একবার সাফল্য ভারতীয় ক্রিকেট দলের। আপাতত এই ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ভারতঃ যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কওয়াড়, ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ
দক্ষিণ আফ্রিকাঃ কুইন্টন ডি কক (উইকেটকিপার-ব্যাটার), এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, টনি ডি জর্জি, ডিওয়াল্ড ব্রেভিস, মার্কো জ্যানসেন, করবিন বোশ, কেশব মহারাজ, নন্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।