
Virat Kohli Fan: ছাত্রজীবনেই স্বপ্নপূরণ! ভগবানের ছোঁয়া! বিশ্ব ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) পাঁ ছুঁয়ে শোরগোল ফেলে দিলেন হুগলি (Hooghly) আরামবাগের (Arambagh) মধুরপুরের আদিবাসী পড়ুয়া সৌভিক মুর্মু। কথায় বলে, 'ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই।' যদিও তাঁর ক্রিকেট-ঈশ্বরের জন্য সেই স্বপ্ন দেখার স্পর্ধা দেখিয়েছেন সৌভিক। সেই স্বপ্ন পূরণও করে ফেলেছেন বিরাটের অনুরাগী এই আদিবাসী তরুণ। রবিবার ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচিতে (Ranchi) ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম ওডিআই ম্যাচ চলছিল। ক্রিজে তখন দাপটের সঙ্গে ব্যাটিং করছেন বিরাট। শতরানের গণ্ডি পেরিয়ে প্যাভিলিয়নের দিকে ব্যাট তুলতেই ছন্দপতন। সেই সময় নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এক দৌড়ে সটান বিরাটের পা ছুঁয়ে শুয়ে পড়লেন এক তরুণ। সব ক্যামেরার ফোকাস তখন সেদিকেই। ততক্ষণে নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেছেন। যদিও মাঠে অনুপ্রবেশকারী তরুণের মুখে স্বপ্নপূরণের অভিব্যক্তি। যদিও স্বপ্নপূরণ হলেও বর্তমানে তাঁর ঠাঁই শ্রীঘরে।
পুলিশের পক্ষ থেকে সৌভিকের বাড়িতে ফোন আসে তাঁর বাবা সমর মুর্মুর কাছে। গ্রামের ছেলের এই কীর্তিতে গর্বিত সারা মধুরপুর। গ্রামে এখন একটাই আলোচনা, সৌভিকের কাণ্ড। ছোট থেকে বিরাটের অনুরাগী সৌভিক। কেশবপুর কবিকঙৃকন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের বিএ প্রথমবর্ষের ছাত্র তিনি। বাবা পেশায় গ্রামীণ চিকিৎসক, মা অঙ্গনওয়াড়ি কর্মী। মাটির বাড়ি। সৌভিকের বাবা বলেছেন, 'জানি ছেলে আইনভঙ্গ করেছে। কিন্তু গর্বও হচ্ছে যে সে বিরাটকে ছুঁতে পেরেছে। ছোট থেকেই বলত পড়াশোনা ছাড়তে হয় ছাড়বে, তবু বিরাটকে একবার কাছ থেকে ছোঁবে। এর আগে একবার বিরাটের বাড়ির কাছেও চলে গিয়েছিল। সেবার দেখা পায়নি। তাই পুলিশ ছেলেকে যে শাস্তি দেবে তা মেনে নেব।' সৌভিকের কীর্তিতে হতবাক পড়শিরাও। সারা এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সৌভিক।
রবিবার বিরাট শতরান পূর্ণ করার পরেই গ্যালারি থেকে মাঠে ছুটে গিয়ে তাঁর পায়ের উপর ঝাঁপিয়ে পড়েন সৌভিক। নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে তাঁকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। এরপর এই তরুণকে আটক করা হয়। তবে পরিবারের আশা, দ্রুত সৌভিককে ছেড়ে দেবে রাঁচির পুলিশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।