সংক্ষিপ্ত
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্সের উন্নতি হল না। গত ৩ দশক ধরে প্রোটিয়াদের বিরুদ্ধে যে করুণ রেকর্ড ভারতীয় দলের, সেটা এখনও একইরকম।
পুরো ৩ দিনও স্থায়ী হল না ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। ইনিংসে হেরে গেল ভারতীয় দল। পেস বোলিংয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা ফের প্রকট হয়ে গেল। যদিও সেটা মানতে নারাজ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ইনিংসে হারের পর রোহিত বলেছেন, ‘হ্যাঁ, এখানে আমাদের এরকম পারফরম্যান্স হল। কিন্তু আমরা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে কী করেছি, সেটা ভুলে গেলে চলবে না। অস্ট্রেলিয়ায় আমরা সিরিজ জিতেছি। সেখানে আমাদের ব্যাটাররা বড় ভূমিকা পালন করে। ইংল্যান্ডে আমরা সিরিজ ড্র করি। আমরা ব্যাটিং ও বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখাই।’
ব্যাটারদের আড়াল করলেন রোহিত
দলের ব্যাটারদের পাশে দাঁড়িয়ে ভারতের অধিনায়ক বলেছেন, ‘এই ধরনের পারফরম্যান্স হতেই পারে। এমন নয় যে ভারতের বাইরে কীভাবে ব্যাটিং করতে হয় সেটা আমরা জানি না। অনেক সময় বিপক্ষ দল আমাদের চেয়ে ভালো পারফরম্যান্স দেখায় এবং ম্যাচ জিতে নেয়। আমার মনে হয়, এখানেও সেটাই হয়েছে। এমন নয় যে বিপক্ষ দল ১১০ ওভার ব্যাটিং করেছে এবং আমরা ২ ইনিংস মিলিয়ে বিপক্ষ দলের সমান ওভার ব্যাটিং করতে পারিনি। ভারতের বাইরে গত ৪ সফরে আমাদের রেকর্ড দেখে নিন।’
কেপ টাউনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোহিত
৩ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই ভারতীয় দলের লক্ষ্য। এ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘চাপ সামাল দেওয়া এবং বিপক্ষ দলের উপর চাপ সৃষ্টি করাই অধিনায়কের কাজ। মাঠে অধিনায়কের সময়টা সবসময় সুখের হয় না। এরকম দিনেই দলের সবার পাশে দাঁড়াতে হয় অধিনায়ককে। এই পরিস্থিতিতে অধিনায়ককেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হয়। আমিও ম্যাচ নিয়ে ভাবছি। আমরা কীভাবে আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারি, সেটা পর্যালোচনা করব। আমাদের এই হার এখানেই ফেলে রেখে যেতে হবে। কেপ টাউনে এই হারের বোঝা নিয়ে গেলে চলবে না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs South Africa: বিফলে বিরাটের লড়াই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংসে হার ভারতের
India Women Vs Australia Women: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে হার ভারতের মহিলাদের