Varun Chakravarthy: প্রায় পাঁচ বছর ধরে ভারতীয় দলের হয়ে খেলছেন বরুণ চক্রবর্তী। এই স্পিনার টেস্ট ক্রিকেটে খেলার সুযোগ পাননি। ওডিআই ম্যাচও খুব কমই খেলেছেন। তিনি টি-২০ ম্যাচই বেশি খেলেছেন। এই ফর্ম্যাটে তিনি সাফল্যও পেয়েছেন।
KNOW
ICC T20I Rankings: আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলার হয়ে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। এই স্পিনার জাতীয় দলে তাঁর সতীর্থ পেসার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ছাপিয়ে গিয়েছেন। এর আগে ভারতের বোলারদের মধ্যে টি-২০ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পেয়েছিলেন বুমরা। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি তিনি কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট ৭৮৩ পান। সেবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ১৪ রান দিয়ে তিন উইকেট নেওয়ার সুবাদে এই রেটিং পয়েন্ট পান বুমরা। বুধবার প্রকাশিত আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে আছেন বরুণ। তিনি ৮১৮ রেটিং পয়েন্ট পেয়েছেন। ভারতের অন্য কোনও বোলার প্রথম ১০ জনের মধ্যে নেই। এই তালিকায় থাকা অন্য কোনও বোলার ৭০০ রেটিং পয়েন্টও পাননি। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের (New Zealand) জ্যাকব ডাফি (Jacob Duffy)। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৯।
৮ নম্বরে মুস্তাফিজুর
মঙ্গলবার আবু ধাবিতে (Abu Dhabi) আইপিএল ২০২৬-এর নিলামে (IPL 2026 Auction) বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯.২০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই পেসার আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে আট নম্বরে আছেন। তাঁর রেটিং পয়েন্ট ৬৬৫। ভারতের তারকা স্পিনার অক্ষর প্যাটেল (Axar Patel) ১৩ নম্বরে আছেন। তিনি ৬৩৬ রেটিং পয়েন্ট পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) চলতি সিরিজে ভালো বোলিং করার সুবাদে চার ধাপ উন্নতি করে ১৬ নম্বরে উঠে এসেছেন ভারতীয় দলের পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)। ভারতের অন্য কোনও বোলার প্রথম ২০ জনের মধ্যে নেই।
সেপ্টেম্বরে প্রথমবার শীর্ষে বরুণ
চলতি বছরের সেপ্টেম্বরে প্রথমবার আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যান বরুণ। এশিয়া কাপে (Asia Cup 2025) ভালো পারফরম্যান্সের সুবাদে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজেও তিনি ধারাবাহিকভাবে ভালো বোলিং করে চলেছেন। এই সিরিজের প্রথম তিন ম্যাচে তিনি ছয় উইকেট নিয়েছেন। ধর্মশালায় (Dharamsala) তৃতীয় ম্যাচে এই স্পিনার চার ওভার বোলিং করে ১১ রান দিয়ে জোড়া উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


