India vs South Africa: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। সিরিজে সমতা ফেরাতে হলে গুয়াহাটিতে (Guwahati) দ্বিতীয় টেস্ট ম্যাচ জিততেই হবে ভারতকে।

DID YOU
KNOW
?
চোট নিয়ে খেলবেন শুবমান?
কলকাতায় ঘাড়ে চোট পেয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুবমান গিল। গুয়াহাটিতে তাঁর খেলার আশা কম।

Shubman Gill Injury: ঘাড়ে চোট পেলেও, এখন কিছুটা সুস্থ ভারতের টেস্ট দলের অধিনায়ক শুবমান গিল। তিনি দলের সবার সঙ্গে গুয়াহাটিতে (Guwahati) পৌঁছে গিয়েছেন। বুধবার এমনই জানিয়েছে বিসিসিআই (BCCI)। আরও জানানো হয়েছে, ঘাড়ের চোটের জন্য কলকাতায় (Kolkata) হাসপাতালে ভর্তি হলেও, চিকিৎসায় সাড়া দিয়েছেন অধিনায়ক। চিকিৎসকরা তাঁকে কলকাতা থেকে গুয়াহাটির উড়ান ধরার অনুমতি দিয়েছেন। শনিবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিং করতে নেমে ঘাড়ে চোট পান শুবমান। তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করতে পারেননি ভারতের অধিনায়ক। ভারতীয় দল এই ম্যাচে ৩০ রানে হেরে যায়। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে যদি শুবমান ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাননি শুবমান

বুধবার সকালে দলের সবার সঙ্গে দমদম বিমানবন্দরে পৌঁছন শুবমান। ঘাড়ে চোটের জন্য তাঁকে নেক ব্রেস পরে থাকতে দেখা যায়। তাঁকে ঘাড় বেশি নাড়াতে নিষেধ করেছেন চিকিৎসকরা। ঘাড় নাড়াচাড়া না করলে দ্রুত ব্যথা সেরে যাবে বলে আশা করছেন চিকিৎসকরা। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে যাননি শুবমান। তিনি খেলতে পারবেন কি না, সে বিষয়ে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুবমানের পরিবর্ত নীতীশ

গুয়াহাটি টেস্টে শুবমান অনিশ্চিত হয়ে পড়ায় তাঁর পরিবর্ত হিসেবে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) ভারতীয় দলে ডাকা হয়েছে। কলকাতাতেই দলে যোগ দেন নীতীশ। তিনি দলের সবার সঙ্গে গুয়াহাটিতে গিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে নীতীশের খেলার সম্ভাবনা কম। শুবমান খেলতে না পারলে তাঁর পরিবর্তে কোনও ব্যাটারকেই খেলার সুযোগ দেওয়া হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।