India vs South Africa: ২২ নভেম্বর শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথমবার গুয়াহাটিতে (Guwahati) হতে চলেছে টেস্ট ম্যাচ। এই ম্যাচে অনিশ্চিত ভারতের টেস্ট দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)।

DID YOU
KNOW
?
কবে মাঠে ফিরবেন শুবমান?
ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ব্যাটিং করার সময় ঘাড়ে চোট পান শুবমান গিল। তারপর থেকেই তিনি মাঠের বাইরে।

Guwahati Test Match: চোট পাওয়া শুবমান গিলের (Shubman Gill) পরিবর্ত হিসেবে গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দিলেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ইডেন গার্ডেন্সে (Edem Gardens) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিং করার সময় ঘাড়ে চোট পান শুবমান। তাঁকে দক্ষিণ কলকাতার এক বিখ্যাত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও, ভারতের অধিনায়ক বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) খেলতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। এই কারণেই নীতীশকে ভারতীয় দলে নেওয়া হল। বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে, দলের সবার সঙ্গে গুয়াহাটিতে যেতে পারেন শুবমান। তবে তাঁর ঘাড়ে এখনও অস্বস্তি রয়েছে। শনিবারের আগে তাঁর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আশা ক্ষীণ। ফলে তাঁর যদি গুয়াহাটিতে খেলার আশা একেবারেই না থাকে, তাহলে কলকাতা (Kolkata) থেকে সরাসরি বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) যাবেন।

গুয়াহাটিতে খেলবেন নীতীশ?

ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে নীতীশকে ভারতীয় এ দলে পাঠিয়ে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। তাঁকে ফের সিনিয়র দলে ডাকা হল।

কলকাতায় পৌঁছে গিয়েছেন নীতীশ

ভারতীয় এ দল ও দক্ষিণ আফ্রিকা এ দলের তৃতীয় লিস্ট এ ম্যাচ হতে চলেছে বুধবার। তবে সেই ম্যাচে খেলছেন না নীতীশ। তিনি সোমবার সন্ধেবেলাতেই কলকাতায় সিনিয়র দলে যোগ দিয়েছেন। কলকাতা থেকেই দলের সবার সঙ্গে গুয়াহাটিতে যাচ্ছেন এই অলরাউন্ডার। যদি দলের প্রয়োজন হয়, তাহলে তাঁকে খেলানো হতে পারে। শনিবার শুরু হচ্ছে গুয়াহাটি টেস্ট। তার আগে কয়েকদিন সময় আছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নীতীশের খেলার সম্ভাবনা কম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।