Shubman Gill Injury: শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিং করার সময় চোট পান ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

DID YOU
KNOW
?
গুয়াহাটিতে প্রথম টেস্ট
গুয়াহাটিতে প্রথমবার কোনও টেস্ট ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে মধ্যাহ্নভোজের আগে চা পানের বিরতি হবে।

Shubman Gill Injury Update: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে কি খেলতে পারবেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল? এখনও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) সাংবাদিকদের মুখোমুখি হয় বলেন, ‘ওর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে। দেখা যাক কী হয়। আজ সন্ধেবেলার ওর বিষয়ে সিদ্ধান্ত নেবেন ফিজিওরা। তারপর আমরা সিদ্ধান্ত নেব।’ ২২ নভেম্বর গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। তার আগে ফিট হয়ে উঠতে পারলে খেলবেন শুবমান। তবে তাঁর চোটের যে ধরন, তাতে কয়েকদিনের মধ্যেই মাঠে নেমে পড়লে ফের চোট পাওয়ার আশঙ্কা থাকতে পারে। এই কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।

রবিবার মাঠে নামতে পারেননি শুবমান

শনিবার ভারতের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ঘাড়ে চোট পান শুবমান। তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। দিনের খেলা শেষ হওয়ার পর তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এথনও সেখানেই আছেন তিনি। রবিবার বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে জানানো হয়, ‘কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ভারতের অধিনায়ক শুবমান গিলের ঘাড়ে চোট লাগে। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর তাঁর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আর এই টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।’

ভারতের ব্যাটিং বিপর্যয়

শুবমানের অনুপস্থিতিতে রবিবার দ্বিতীয় ইনিংসে ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৩ রান করে ভারতীয় দল। শুবমান ব্যাটিং করতে না পারায় ৯ উইকেট পড়ার পরেই হেরে যায় ভারত। গুয়াহাটিতে শুবমান খেলতে না পারলে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের উপর চাপ বাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।