ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই: বিরাটের ১৩৫, রোহিতের ৫৭, রাঁচিতে ৩৫০ টার্গেট দিল ভারত

Published : Nov 30, 2025, 05:25 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

India vs South Africa: রবিবার রাঁচিতে (Ranchi) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল ভারতীয় দল। অসাধারণ ব্যাটিং করলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)।

DID YOU KNOW ?
৭০০০-তম শতরান
রবিবার পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০০-তম শতরান হল। এই শতরান করলেন বিরাট কোহলি।

Virat Kohli Century: বিপক্ষ দলে বিরাট কোহলি, রোহিত শর্মার (Rohit Sharma) মতো ব্যাটার থাকলে যে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া ঝুঁকির, তা বোধহয় মনে ছিল না দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) অধিনায়ক এইডেন মার্করামের (Aiden Markram)। তাঁকে ও তাঁর দলকে এই সিদ্ধান্তের খেসারত দিতে হল। বিরাটের শতরান ও রোহিতের অর্ধশতরানের সুবাদে বিশাল স্কোর করল ভারতীয় দল। ওপেন করতে নেমে ৫১ বলে ৫৭ রান করেন রোহিত। তিনি পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে বিরাট ১২০ বলে ১৩৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি। ওডিআই ফর্ম্যাটে ৫২-তম শতরান করলেন বিরাট। এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক কে এল রাহুলও (KL Rahul) ভালো ব্যাটিং করলেন। তিনি ৫৬ বল খেলে ৬০ রান দেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। ভারতীয় দল ৮ উইকেটে ৩৪৯ রান করল।

প্রোটিয়া বোলারদের দুরবস্থা

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বাধিক রান দেন মার্কো জ্যানসেন (Marco Jansen)। তিনি ১০ ওভার বোলিং করে ৭৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। দ্বিতীয় সর্বাধিক ৭৩ রান দেন প্রিনেলান সাবরায়েন (Prenelan Subrayen)। তিনি ১০ ওভার বোলিং করেও উইকেট পাননি। নান্দ্রে বার্গার (Nandre Burger) ১০ ওভার বোলিং করে ৬৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। ওটনিল বার্টম্যান (Ottneil Baartman) ১০ ওভার বোলিং করে ৬০ রান দিয়ে জোড়া উইকেট নেন। করবিন বশ (Corbin Bosch) ১০ ওভার বোলিং করে ৬৬ রান দিয়ে জোড়া উইকেট নেন।

রবীন্দ্র জাডেজার ভালো ব্যাটিং

দীর্ঘদিন পর ওডিআই ম্যাচ খেলতে নেমে ভালো ব্যাটিং করলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তিনি ২০ বল খেলে ৩২ রান করলেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ১৮ রান করেন। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ১৩ রান করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫২
রবিবার ওডিআই ফর্ম্যাটে ৫২-তম শতরান করলেন বিরাট কোহলি।
রবিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৫২-তম শতরান করলেন ভারতীয় দলের তারকা বিরাট কোহলি।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম