Syed Mushtaq Ali Trophy 2025-26: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ ব্যাটিং করে নজর কেড়ে নিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি মেন্টর যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) দ্রুততম অর্ধশতরানের রেকর্ড স্পর্শ করলেন।

DID YOU
KNOW
?
টি-২০ ফর্ম্যাটে ৩০০ রান
রবিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার বিরুদ্ধে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১০ রান করে পাঞ্জাব।

Abhishek Sharma Record: রবিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy 2025-26) ম্যাচে পাঞ্জাবের (Punjab) হয়ে খেলতে নেমে নতুন রেকর্ড গড়লেন অভিষেক শর্মা। তিনি যাঁকে আদর্শ করে বড় হয়ে উঠেছেন এবং যিনি তাঁর মেন্টর সেই যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) রেকর্ড স্পর্শ করলেন অভিষেক। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে (2007 ICC World Twenty20) ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) ১২ বলে অর্ধশতরান করেন যুবরাজ। সেই ম্যাচে তিনি স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) ওভারে ছয় বলেই ওভার-বাউন্ডারি মারেন। অভিষেক অবশ্য ছয় বলে পরপর ওভার-বাউন্ডারি মারতে পারেননি। তবে তিনি যুবরাজের মতোই ১২ বলে অর্ধশতরান পূরণ করেছেন। এরপর এই ম্যাচেই ৩২ বলে শতরান পূরণ করেন অভিষেক।

বাংলার বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব অভিষেকের

রবিবার হায়দরাবাদের (Hyderabad) জিমখানা গ্রাউন্ডে (Gymkhana Ground) বাংলার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩১০ রান করে পাঞ্জাব। ওপেনার ও অধিনায়ক অভিষেক ৫২ বলে ১৪৮ রান করেন। তিনি ১৬টি ওভার-বাউন্ডারি ও ৮টি বাউন্ডারি মারেন। পুরুষদের টি-২০ ফর্ম্যাটে ভারতীয় ব্যাটারদের মধ্যে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম অর্ধশতরান এবং যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম শতরান করেছেন অভিষেক। পাঞ্জাবের অপর ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh) ৩৫ বলে ৭০ রান করেন। তিনি ৮টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৯৮ রান করে বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ৬৬ বলে ১৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। কিন্তু সতীর্থদের সাহায্য পেলেন না অভিমন্যু। শেষদিকে আকাশ দীপ (Akash Deep) মরিয়া হয়ে ব্যাট চালিয়ে ৭ বলে ৫টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। কিন্তু বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ফলে ১১২ রানে জয় পেল পাঞ্জাব।

নতুন রেকর্ড পাঞ্জাবের

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান করল পাঞ্জাব। টি-২০ ক্রিকেটে চতুর্থ সর্বাধিক রানের রেকর্ড হল। বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami) ৪ ওভার বোলিং করে ৬১ রান দিয়ে ১ উইকেট নেন। আকাশ দীপ ৫৫ রান দিয়ে ২ উইকেট নেন। ঋত্বিক চট্টোপাধ্যায় (Writtick Chatterjee) ৬৭ রান দেন। তিনি উইকেট পাননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।