India vs South Africa: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) শহর রাঁচিতে (Ranchi) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলছে ভারতীয় দল। টেস্ট সিরিজে হারের পর ওডিআই সিরিজে ঘুরে দাঁড়ানোই কে এল রাহুলদের (KL Rahul) লক্ষ্য।
KNOW
India vs South Africa First ODI: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। রোহিত শর্মা (Rohit Sharma), শুবমান গিলের (Shubman Gill) পর কে এল রাহুলও (KL Rahul) ভারতের ওডিআই দলের অধিনায়ক হিসেবে টসে হেরে গেলেন। ভারতীয় দল ওডিআই ফর্ম্যাটে টানা ১৯ ম্যাচে হেরে গেল। আমেদাবাদে (Ahmedabad) ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ (2023 ICC Men's Cricket World Cup) ফাইনাল থেকে টানা টসে হার শুরু হয়েছে। রবিবার রাঁচিতেও (Ranchi) সেই ধারা বজায় থাকল। তবে টসের ফল যাই হোক না কেন, ম্যাচ জিতলেই ভারতীয় শিবির খুশি হবে। টেস্ট সিরিজে ২-০ জয় পেয়েছে প্রোটিয়ারা। এবার ওডিআই সিরিজ জিততে মরিয়া ভারতীয় দল।
২ দলের হয়ে কারা খেলছেন?
এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal), বিরাট কোহলি (Virat Kohli), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), হর্ষিত রানা (Harshit Rana), কুলদীপ যাদব (Kuldeep Yadav), আর্শদীপ সিং (Arshdeep Singh) ও প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন- রায়ান রিকেলটন (Ryan Rickelton), কুইন্টন ডি কক (Quinton de Kock) (উইকেটকিপার), এইডেন মার্করাম (Aiden Markram) (অধিনায়ক), ম্যাথিউ ব্রিৎজকে (Matthew Breetzke), টনি ডে জর্জি (Tony de Zorzi), ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), মার্কো জ্যানসেন (Marco Jansen), করবিন বশ (Corbin Bosch), প্রিনেলান সাবরায়েন (Prenelan Subrayen), নান্দ্রে বার্গার (Nandre Burger) ও ওটনিল বার্টম্যান (Ottneil Baartman)।
দীর্ঘদিন পর একসঙ্গে রোহিত-বিরাট-জাডেজা
রোহিত, বিরাট ও জাডেজা দীর্ঘদিন পর একসঙ্গে ওডিআই ম্যাচ খেলছেন। এই তিন তারকাই ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে (2027 ICC Cricket World Cup) খেলতে চান। এই কারণেই ওডিআই সিরিজের ম্যাচগুলি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


