Richa Ghosh: প্রথম বাঙালি হিসেবে সিনিয়র পর্যায়ে ক্রিকেট বিশ্বকাপ (2025 Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন রিচা ঘোষ। তিনি বিশ্বকাপ জিতে বাংলায় ফেরার পর থেকেই সংবর্ধনার জোয়ারে ভেসে যাচ্ছেন।

DID YOU
KNOW
?
প্রথম বিশ্বকাপজয়ী রিচা
প্রথম বাঙালি হিসেবে সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দলের সদস্য রিচা ঘোষ।

Richa Ghosh Felicitation: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) উপস্থিতিতে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রিচা ঘোষকে সংবর্ধনা দিল সিএবি। রিচাকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাট উপহার দিয়েছে সিএবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই সংবর্ধনা অনুষ্ঠানেই রিচাকে বঙ্গভূষণ সম্মান দিলেন। একইসঙ্গে তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) ডিএসপি পদে নিয়োগ করা হয়েছে। এদিন ইডেন গার্ডেন্সে রিচার সংবর্ধনা অনুষ্ঠান রীতিমতো তারকাখচিত হয়ে ওঠে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas), ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary), অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ছিলেন। সিএবি কর্তারাও রিচার সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য রিচা। তাঁর এই কৃতিত্ব অনন্য।

রিচাকে বিশেষ উপহার

এদিন সিএবি-র পক্ষ থেকে রিচাকে প্রথমে উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। তারপর তাঁকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তাঁকে উপহার দেওয়া হয় সোনার ব্যাট ও বল। একইসঙ্গে তাঁকে দেওয়া হয় ৩৪ লক্ষ টাকা। এরপর রিচাকে বঙ্গভূষণ সম্মান দেন মুখ্যমন্ত্রী। এরপর বিশ্বকাপজয়ী বাঙালি ক্রিকেটারকে সোনার চেন উপহার দেওয়া হয়। তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশে সাম্মানিক ডিএসপি পদে নিয়োগ করার কথাও ঘোষণা করা হয়।

রিচা জাতীয় দলের অধিনায়ক হবেন, আশায় সৌরভ-মমতা

রিচার প্রশংসা করে সিএবি সভাপতি সৌরভ বলেন, 'রিচা ছ’নম্বরে ব্যাট করতে নেমে যে কাজটা করে সেটা সবচেয়ে কঠিন। কারণ, বল কম পায়। রান করতে হয় অনেক বেশি। সেখানে ও রান করেছে। ওর স্ট্রাইক রেটটাই পার্থক্য গড়ে দিয়েছে। এক দিন যেন বলতে পারি রিচা ঘোষ ভারতের অধিনায়ক। সেই দিনটার অপেক্ষায় আছি।' মুখ্যমন্ত্রী বলেন, 'ওর কাছে অনেক প্রত্যাশা। কিন্তু ওর উপর চাপ দেব না। যা করছে, সেটা ভালোভাবে করুক। সবসময় তো একই পরিকল্পনায় সাফল্য আসে না। পরে হয়তো অন্য কোনও পরিকল্পনা করবে। অন্যভাবে সফল হবে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।