বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, ভারতীয় দলের অধিনায়ক বদল হলেও, ফল বদলায়নি। গত ১১ বছর ধরে আইসিসি টুর্নামেন্ট জেতার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট। কিন্তু আইসিসি ট্রফির খরা কাটছে না।
ঠিক ১১ বছর আগে ২০১৩ সালের ২৩ জুন শেষবার আইসিসি টুর্নামেন্ট জিতেছিল ভারত। বার্মিংহামে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে দেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই শেষ সাফল্য। তারপর থেকেই আইসিসি টুর্নামেন্ট জয়ের খরা চলছে। পরপর ২ বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিরাট কোহলির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, রোহিত শর্মার নেতৃত্ব ওডিআই বিশ্বকাপ ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। এখন টি-২০ বিশ্বকাপে সেমি-ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য লড়াই চালাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। এই টুর্নামেন্ট জিতে আইসিসি টুর্নামেন্টের খরা কাটানোই ভারতীয় দলের লক্ষ্য।
আইসিসি টুর্নামেন্টে বারবার কেন ব্যর্থ ভারত?
২০১৫ ও ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে হেরে যায় ভারত। ২০২৩ সালে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেননি রোহিতরা। ২০১৭ সালের ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ভারত। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে গ্রুপই টপকাতে পারেননি বিরাটরা। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যায় ভারত। ২০২১ ও ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে যায় ভারতীয় দল। ১১ বছর ধরে টানা ব্যর্থতা চলছে।
ট্রফির খোঁজে বিরাট-রোহিতরা
ধোনির নেতৃত্বে আইসিসি টুর্নামেন্ট জিতেছেন রোহিত ও বিরাট। কিন্তু তাঁদের নেতৃত্বে ভারতীয় দল আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি। এই ব্যর্থতার জেরে বিরাটকে অধিনায়কত্ব ছাড়তে হয়েছে। রোহিত এবার টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া। সোমবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরেই এই টুর্নামেন্টে ভারতের ভবিষ্যৎ জানা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Bangladesh: টাইগারদের 'মূষিক অবতার', বাংলাদেশকে তুড়ি মেরে উড়িয়ে দিল ভারত
India Vs Bangladesh: লিটন দাস আউট হতেই নক-আউট পাঞ্চ, কী বললেন রোহিত শর্মা?