গৌতম গম্ভীর ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই সাপোর্ট স্টাফদের নিয়ে জল্পনা চলছে। এখনও পর্যন্ত গম্ভীরের সহকারীদের বিষয়ে কোনও ঘোষণা করেনি বিসিসিআই।
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের নতুন প্রধান কোচ নিযুক্ত হয়েছেন। এবার কেকেআর-এর সহকারী কোচ অভিষেক নায়ারও জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন। বিসিসিআই সূত্রে খবর, অভিষেককে সাপোর্ট স্টাফ হিসেবে নিয়োগ করা হবে। আইপিএল-এ সাপোর্ট স্টাফ হিসেবে ভালো কাজ করেছেন অভিষেক। গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ পুরনো। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ হিসেবে অভিষেককে কাছ থেকে দেখেছেন গম্ভীর। এই কারণে তিনি সাপোর্ট স্টাফ হিসেবে কেকেআর-এর প্রাক্তন সতীর্থকে চাইছিলেন। সেই দাবি মেনে নিতে চলেছে বিসিসিআই। অভিষেকের পাশাপাশি নেদারল্যান্ডসের প্রাক্তন ক্রিকেটার রায়ান টেন দেশখাতেকেও ভারতীয় দলের সাপোর্ট স্টাফ হিসেবে নিয়োগ করা হতে পারে।
শ্রীলঙ্কা সফরেই ভারতীয় দলের নতুন কোচিং স্টাফ
শ্রীলঙ্কা সফরেই ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে কাজ শুরু করছেন গম্ভীর। তাঁর সঙ্গে নতুন সাপোর্ট স্টাফরাও কাজ শুরু করবেন। কেকেআর-এর সহকারী কোচ হিসেবে ৬ বছর ধরে আছেন অভিষেক। তিনি অন্য দলের ক্রিকেটারদেরও সাহায্য করেছেন। রোহিত শর্মা, দীনেশ কার্তিকের যখন খারাপ সময় যাচ্ছিল, তখন তাঁদের ফর্মে ফিরতে সাহায্য করেছেন অভিষেক। সাপোর্ট স্টাফ হিসেবে তাঁর দক্ষতা প্রমাণিত। এই কারণেই অভিষেককে নিয়োগ করতে চলেছে বিসিসিআই।
পুরনো সাপোর্ট স্টাফদের রাখছে না বিসিসিআই
রাহুল দ্রাবিড়ের সাপোর্ট স্টাফ হিসেবে ছিলেন বোলিং কোচ পরশ মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। গম্ভীর প্রধান কোচ হওয়ার পর পুরনো সাপোর্ট স্টাফদের কাউকেই রাখছে না বিসিসিআই। নতুন কোচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। ফলে ভারতীয় দলের খোলনলচে বদলে যেতে চলেছে। একাধিক সিনিয়র ক্রিকেটারকেও হয়তো আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Women's Asia Cup 2024: পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে মহিলাদের এশিয়া কাপ শুরু ভারতের
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সফরে দলে ফিরলেন, ওডিআই সিরিজে খেলবেন রোহিত-বিরাট