সংক্ষিপ্ত

পুরুষদের এশিয়া কাপে সফলতম দল ভারত। মহিলাদের এশিয়া কাপেও ভারতের দাপট দেখা যাচ্ছে। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউররা ভারতীয় দলকে সাফল্য এনে দিচ্ছেন।

মহিলাদের এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিল ভারত। শুক্রবার শ্রীলঙ্কার ডাম্বুলায় অসাধারণ পারফরম্যান্স দেখালেন দীপ্তি শর্মা, স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, রেণুকা সিং, শ্রেয়াঙ্কা পাতিলরা। সব বিভাগেই ভালো পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। পাকিস্তানের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা। এবার মহিলাদের এশিয়া কাপেও পাকিস্তানকে সহজেই হারিয়ে দিল ভারতীয় দল। ফলে পাকিস্তানের ক্রিকেটের করুণ দশা প্রকট হয়ে গিয়েছে। টানা ব্যর্থতায় দিশাহীন হয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বোলিংয়ে দাপট দীপ্তির

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক নিদা দার। ১৯.২ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সর্বাধিক ২৫ রান করেন সিদরা আমিন। তুবা হাসান করেন ২২ রান। ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন ফতিমা সানা। ওপেনার মুনিবা আলি করেন ১১ রান। পাকিস্তানের অন্য কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ম্যাচের সেরা দীপ্তি। ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন রেণুকা। ৩.২ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন শ্রেয়াঙ্কা। ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন পূজা বস্ত্রকর

ভারতের ওপেনার দুর্দান্ত ব্যাটিং

সহজ টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৮৫ রান যোগ করেন স্মৃতি ও শেফালি। ২৯ বলে ৪০ রান করেন শেফালি। ৩১ বলে ৪৫ রান করেন স্মৃতি। দয়ালান হেমলতা করেন ১৪ রান। ৫ রান করে অপরাজিত থাকেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। ৩ রান করে অপরাজিত থাকেন জেমাইমা রডরিগেজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India vs Sri Lanka: শ্রীলঙ্কা সফরে দলে ফিরলেন, ওডিআই সিরিজে খেলবেন রোহিত-বিরাট

India vs Sri Lanka : টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সেও চিঁড়ে ভিজল না, টি-২০ ফর্ম্যাটে নেতৃত্ব হারালেন হার্দিক

IPL 2025: দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ, আগামী বছরের আইপিএল-এ খেলবেন না নিউজিল্যান্ডের ক্রিকেটাররা?