মরিয়া হয়ে লাভ নেই, ভয় না পেয়ে খেলাই আসল, বললেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের সেরা বিরাট

Published : Jan 10, 2023, 10:51 PM ISTUpdated : Jan 10, 2023, 11:13 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে অসাধারণ শতরান করে ভারতকে জেতালেন বিরাট কোহলি। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

কয়েক মাস আগেও রান না পেয়ে সমালোচিত হচ্ছেন। কিন্তু টি-২০ বিশ্বকাপের পর থেকে বিরাট কোহলির পৃথিবীটা আবার আগের মতো হয়ে গিয়েছে। বড় রান পাচ্ছেন, ভারতকে জেতাচ্ছেন বিরাট। তিনি ফের আলোচনার কেন্দ্রে। বাংলাদেশের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও ওডিআই ম্যাচে শতরান করে ভারতকে জেতালেন এই তারকা ব্যাটার। মঙ্গলবার গুয়াহাটিতে তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হলেন। দলকে জেতানোর পর বিরাট বলেছেন, ‘আমি আলাদা করে এই সিরিজের জন্য কোনওরকম প্রস্তুতি নিইনি। আমার প্রস্তুতি ও লক্ষ্য সবসময় একইরকম থাকে। আমি এই ম্যাচে ভালোভাবেই শট খেলছিলাম। আমি বরাবর যেভাবে খেলতে চাই সেভাবেই খেলছিলাম। আমার মনে হয়েছিল, আমাদের অতিরিক্ত ২৫-৩০ রান দরকার। দ্বিতীয়ার্ধে পরিবেশ-পরিস্থিতি কেমন থাকবে সেটা বোঝার চেষ্টা করছিলাম। আমাদের দলের জন্য আরামদায়ক স্কোর যাতে হয় সেই চেষ্টা করছিলাম। আমি একটা জিনিস শিখেছি, মরিয়া হয়ে খেলে কোনও লাভ হয় না। পরিস্থিতি জটিল করে তোলার দরকার নেই। ক্রিজে গিয়ে ভয় না পেয়ে খেলাই আসল। আমি সবসময় এ কথাই ভেবে খেলতে নামি যে এটাই আমার শেষ ম্যাচ। আমি এভাবেই খেলে খুশি। খেলা চলতে থাকবে। আমি চিরকাল খেলব না। আমি শুধু খেলা উপভোগ করতে চাই।’

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমি দলের পারফরম্যান্সে খুব খুশি। ব্যাট হাতে আমাদের শুরুটা খুব ভালো হয়। সব ব্যাটারই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। সব ব্যাটারের জন্যই ভালো পারফরম্যান্স দেখানোর উপযুক্ত মঞ্চ তৈরি হয়েছিল। তবে আমাদের আরও ভালো বোলিং করা উচিত ছিল। খুব বেশি সমালোচনা করতে চাই না। কারণ, পরিবেশ-পরিস্থিতি খুব একটা সহজ ছিল না। কৃত্রিম আলোয় বোলিং করা সহজ নয়। বিশেষ করে যখন শিশির পড়ে। দলকে জেতাতে চাইলে সবারই ভালো পারফরম্যান্স দেখানো উচিত। সব ম্যাচে দল নিখুঁত পারফরম্যান্স দেখাতে পারে না। আমাদের দলের খেলার উন্নতি করতে হবে। দলের ১১ জনকেই সমানভাবে খেলতে হবে।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে ৩ উইকেট নেওয়া পেসার উমরান মালিক বলেছেন, ‘আমি এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছি। আমি শুধু ঠিক জায়গায় বল রেখে যেতে চাই এবং ভালো বোলিং করে যেতে চাই। উইকেট পাটা ছিল। আমি সিরাজভাই, শামিভাইয়ের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমার বলের গতি কাজে লাগাতে বলেন। আমি যতটা বেশি সম্ভব ভালো বল করার চেষ্টা করছি।’

আরও পড়ুন-

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট কোহলি

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট-জয়, ইডেনে খেলতে নামার আগে আত্মবিশ্বাস বেড়ে গেল ভারতের

কাতার বিশ্বকাপের পর ফের চমক, বিনামূল্যে বাংলা-সহ ১১টি ভাষায় আইপিএল দেখা যাবে জিও অ্যাপে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে