সংক্ষিপ্ত

ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলছে ভারতীয় দল। সেরা দল নিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছে ভারত।

টি-২০ ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে খেলছেন হার্দিক পান্ডিয়া। তিনি দীর্ঘদিনের জন্য টি-২০ ফর্ম্যাটে ভারতের অধিনায়ক হিসেবে থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই কর্তারা। তবে ওডিআই, টেস্ট ফর্ম্যাটে অধিনায়ক থাকছেন রোহিত শর্মাই। আঙুলের চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরেছেন রোহিত। ইডেনে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচেও খেলছেন রোহিত। এই ম্যাচের আগে হার্দিক জানান, দলে রোহিত ফেরায় তাঁর উপর থেকে চাপ কমেছে। তিনি নিজের খেলার উপর জোর দেওয়ার সুযোগ পাচ্ছেন। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক বলেন, 'রো দলে ফিরে এসেছে। তার ফলে আমি এখন অনেক বেশি চাপমুক্ত। আমি নিজের ভালো-মন্দ নিয়ে ভাবার অবকাশ পাচ্ছি। দলের সবার সঙ্গে আমার জ্ঞান ভাগ করে নেওয়ার সুযোগ পাচ্ছি। যদি কারও আমার সাহায্য বা পরামর্শ প্রয়োজন হয়, তাহলে আমি সবসময় আছি। আমি পুরোপুরি ফিট আছি। আমরা নির্দিষ্ট পরিকল্পনা মেনে চলছি। বিশ্বকাপের আগে ৬-৭ মাস সময় আছে। তার আগে সবার ওয়ার্কলোড ভালোভাবে সামাল দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে।'

সম্প্রতি অসাধারণ ব্যাটিং করছেন বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল। লোয়ার অর্ডারে তাঁর ব্যাটিং ভারতীয় দলের জন্য বড় ভরসা হয়ে উঠেছে। সতীর্থর প্রশংসা করে হার্দিক বলেছেন, 'অক্ষর প্যাটেলের ব্যাটিং বড় পার্থক্য গড়ে দিচ্ছে। আমি ওকে একটাই অনুরোধ করেছিলাম, সেটা হল ওকে ব্যাটিংয়ে আরও অবদান রাখতে হবে। ও দারুণভাবে নিজের ব্যাটিংয়ের উন্নতি করেছে। আমি এখন জানি আমার পরে অক্ষর আছে। এর ফলে আমার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। অক্ষর ভালো ব্যাটিং করায় দলের উপকার হচ্ছে এবং দলে ভারসাম্য এসেছে। সম্প্রতি ওর খেলায় অনেক উন্নতি হয়েছে। এর ফলে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে।'

হার্দিকের নেতৃত্বে নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজ খেলেছিল ভারতীয় দল। এরপর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন এই অলরাউন্ডারই। টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে ২-১ ফলে হারিয়ে দিয়েছে ভারত। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ব্যাট হাতে বিশেষ কিছু করতে না পারলেও ভালো বোলিং করেন হার্দিক। তিনি দলের জন্য ভালো পারফরম্যান্স দেখাতে চাইছেন। এই সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক। ফলে তাঁরও দায়িত্ব আছে। সেই দায়িত্ব ভালোভাবেই পালন করতে তৈরি এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন-

রোহিত শর্মাকে সামনে দেখে আবেগে কান্না শিশুর, এগিয়ে গিয়ে গাল টিপে দেন ভারতের অধিনায়ক

নিজেরই রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে দ্রুততম বল উমরান মালিকের

মরিয়া হয়ে লাভ নেই, ভয় না পেয়ে খেলাই আসল, বললেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের সেরা বিরাট