কুলদীপ, সিরাজের ৩ উইকেট, ইডেনে প্রথমে ব্যাটিং করতে নেমে ২১৫ অলআউট শ্রীলঙ্কা

ইডেন গার্ডেন্সে চলছে ভারত-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ। অল্প রানে অলআউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। ফলে ইডেনেই সিরিজ জিতে যেতে পারে ভারত।

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা কি এবার থেকে টসে হেরে যেতে চাইবেন? ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ২ ম্যাচেই টসে জিতে তিনি যে সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্তগুলি তাঁদের দলের বিপক্ষে গেল। ফলে টসে হেরেও খুশি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। গুয়াহাটিতে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। বিশাল অঘটন ছাড়া কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেতে চলেছে ভারত। ইডেনেই সিরিজ পকেটে পুরে নিতে চলেছে ভারত। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২১৫ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। ভারতের হয়ে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ৫১ রান দিয়ে ৩ উইকেট নিলেন কুলদীপ যাদব। ৪৮ রান দিয়ে ২ উইকেট নিলেন উমরান মালিক। ১৬ রান দিয়ে ১ উইকেট নিলেন অক্ষর প্যাটেল। অভিষেক ম্যাচে অর্ধশতরান করলেন শ্রীলঙ্কার নুয়ানিন্দু ফার্নান্ডো।

এদিন ম্যাচ শুরু হওয়ার আগে ধারাভাষ্যকাররা বলছিলেন, পিচ ব্যাটারদের সহায়ক। পরিসংখ্যান তুলে ধরে তাঁরা বলছিলেন, ইডেনে গত কয়েকটি ম্যাচে যে দল প্রথমে ব্যাটিং করেছে তারাই জয় পেয়েছে। গত ম্যাচে অসাধারণ শতরান করেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ফলে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করতে নামায় কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন ভারতের সমর্থকরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁদের আশঙ্কা দূর হয়ে যায়। শুরু থেকেই ভালো ব্যাটিং করতে পারছিলেন না শ্রীলঙ্কার ব্যাটাররা। মন্থর গতিতে ইনিংসের শুরু করে ২৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। আবিষ্কা ফার্নান্ডোকে হারিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে প্রথম ধাক্কা দেন সিরাজ। এরপর অবশ্য  নুয়ানিন্দু ও কুশল মেন্ডিস ভালো পার্টনারশিপ গড়ে তোলেন। সেই সময় মনে হচ্ছিল বড় স্কোর করতে পারে শ্রীলঙ্কা। কিন্তু কুলদীপ আক্রমণে আসার পরেই মেন্ডিসকে আউট করে দেন। ৩৪ রান করেন মেন্ডিস। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। পরের ওভারেই ধনঞ্জয় ডি সিলভাকে (০) আউট করে দেন অক্ষর। চরিত আসালাঙ্কা (১৫) ও শনাকাকে (২) আউট করে দেন কুলদীপ। 

Latest Videos

উমরান মালিকও এদিন ভালো বোলিং করলেন। তিনি আউট করে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (২১) ও চামিকা করুণারত্নেকে (১৭)। ৩২ রান করে সিরাজের বলে আউট হয়ে যান দুনিথ ওয়েল্লালাগে। লাহিড়ু কুমারাকে (০) আউট করে শ্রীলঙ্কার ইনিংসে যবনিকা টেনে দেন সিরাজ। ১৭ রান করে অপরাজিত থাকেন কাসুন রঞ্জিতা।

আরও পড়ুন-

রোহিত শর্মা দলে ফেরায় অনেক বেশি চাপমুক্ত লাগছে, জানালেন হার্দিক পান্ডিয়া

রোহিত শর্মাকে সামনে দেখে আবেগে কান্না শিশুর, এগিয়ে গিয়ে গাল টিপে দেন ভারতের অধিনায়ক

নিজেরই রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে দ্রুততম বল উমরান মালিকের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর