India vs Sri Lanka: সূচি বদলের ঘোষণা বিসিসিআই-এর, পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা সিরিজ

টি-২০ বিশ্বকাপের পর জিম্বাবোয়ে সফরে গিয়েছে ভারতীয় দল। এরপর শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারতীয় দল। এই সফরেই ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন গৌতম গম্ভীর।

একদিন পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ। প্রথমে বিসিসিআই-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, ২৬ জুলাই শুরু হবে সিরিজ। তবে শনিবার জানানো হয়েছে, টি-২০ সিরিজ শুরু হবে ২৭ জুলাই। প্রথম টি-২০ ম্যাচ যেমন একদিন পিছিয়ে গিয়েছে, তেমনই আবার দ্বিতীয় টি-২০ ম্যাচ একদিন এগিয়ে এসেছে। প্রথমে ঘোষণা করা হয়েছিল, ২৯ জুলাই দ্বিতীয় টি-২০ ম্যাচ হবে। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী, দ্বিতীয় টি-২০ ম্যাচ হবে ২৮ জুলাই। ফলে জিম্বাবোয়ে সফরের মতোই শ্রীলঙ্কা সফরেও পরপর দু'দিন টি-২০ ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। এরপর ৩০ জুলাই সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। টি-২০ সিরিজের সব ম্যাচই হবে পাল্লেকেলেতে।

পিছিয়ে গেল ওডিআই সিরিজও

Latest Videos

ভারত-শ্রীলঙ্কার টি-২০ সিরিজের মতোই ওডিআই সিরিজের প্রথম ম্যাচও একদিন পিছিয়ে গেল। ১ অগাস্টের বদলে প্রথম ওডিআই ম্যাচ হবে ২ অগাস্ট। তবে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচের দিন বদল করা হয়নি। পূর্বনির্দিষ্ট ৪ অগাস্টই হবে দ্বিতীয় ওডিআই ম্যাচ। এরপর ৭ অগাস্ট হবে তৃতীয় ওডিআই ম্যাচ। ওডিআই সিরিজের প্রতিটি ম্যাচই হবে কলম্বোয়।

শ্রীলঙ্কা সফরেও দ্বিতীয় সারির ভারতীয় দল!

জিম্বাবোয়ে সফরের মতোই শ্রীলঙ্কা সফরেও হয়তো বেশিরভাগ সেরা খেলোয়াড়কে দলে রাখবে না বিসিসিআই। টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা। ফলে তাঁরা এমনিতেই টি-২০ সিরিজে খেলবেন না। ওডিআই সিরিজেও খেলবেন না রোহিতরা। টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া। ওডিআই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন কে এল রাহুল। তবে হার্দিক যদি টি-২০ সিরিজে না খেলেন, তাহলে ভারতীয় দলের নেতৃত্ব পেতে পারেন সূর্যকুমার যাদব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India vs Zimbabwe: চতুর্থ টি-২০ ম্যাচে ১০ উইকেটে জয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ দখল ভারতের

NatWest Series 2002: ২২ বছর পার, লর্ডসের ব্যালকনিতে দাদাগিরির সুখস্মৃতিতে ডুবে সৌরভ-অনুরাগীরা

Ricky Ponting: ৭ বছরের সম্পর্ক শেষ, রিকি পন্টিংকে ছেঁটে ফেলল দিল্লি ক্যাপিটালস

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari