সংক্ষিপ্ত

এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি ক্যাপিটালস। অনেক চেষ্টা করেও কিছুতেই সাফল্য পাচ্ছে না এই ফ্র্যাঞ্চাইজি। ফলে হতাশ হয়ে পড়েছে ম্যানেজমেন্ট।

৭ মরসুম আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। কিন্তু কোনওবারই সাফল্য পায়নি দল। টানা ব্যর্থতার জেরে আগামী আইপিএল-এর আগেই বরখাস্ত হলেন রিকি পন্টিং। শনিবার অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে ছেঁটে ফেলার কথা ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। এদিন দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পন্টিংকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির নতুন প্রধান কোচের নাম ঘোষণা করা হয়নি। তবে ক্রিকেট মহল আলোচনা চলছে, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হতে পারে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত সৌরভ। তিনি এই ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট, মেন্টর হিসেবে কাজ করেছেন। এবার প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন সৌরভ।

দিল্লি ক্যাপিটালসের ব্যর্থতার দায় নিতে হল পন্টিংকে

আইপিএল-এর প্রথম মরসুম থেকেই আছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এখনও পর্যন্ত খেতাব জিততে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি। বীরেন্দ্র সেহবাগ, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থের মতো তারকা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেও সাফল্য এনে দিতে পারেননি। পন্টিং প্রধান কোচ হওয়ার পর ভালো পারফরম্যান্স দেখিয়েছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি। এবারের আইপিএল-এ চোট সারিয়ে ঋষভ ফিরলেও, ভালো জায়গায় থাকতে পারেনি দিল্লি। পয়েন্ট তালিকায় ৬ নম্বরে শেষ করে এই ফ্র্যাঞ্চাইজি। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় প্রথম কোপ পড়ল প্রধান কোচের উপর।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দিল্লি ক্যাপিটালস

আইপিএল-এ আগামী মরসুমের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে দিল্লি ক্যাপিটালস। প্রধান কোচ বদলের পাশাপাশি খেলোয়াড় বদলও করা হতে পারে। দলে বড় বদলের ইঙ্গিত দিয়েছেন সৌরভ। তিনিই দায়িত্ব নিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ricky Ponting: জাতীয় দলের কোচ হতে আগ্রহী কিন্তু এখনই নয়, কারণ জানালেন রিকি পন্টিং

পারথ টেস্ট ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় হৃদরোগ, হাসপাতালে ভর্তি রিকি পন্টিং

IPL 2024: ঋষভ পন্থের প্রত্যাবর্তনের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হার