ডমিনিকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে হারিয়ে দিল ভারতীয় দল

অল্পের জন্য ডমিনিকা টেস্ট ম্যাচ ৩ দিনেই শেষ করে দিল ভারতীয় দল। অসাধারণ বোলিং করে ভারতীয় দলকে জয় এনে দিলেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা।

ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ইনিংস ও ১৪১ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল। ডমিনিকার উইন্ডসর পার্কে ৩ দিনেই জয় ছিনিয়ে নিলেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা। এদিন নির্ধারিত ওভার শেষ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেট পড়ে গিয়েছিল। ফলে ম্যাচ চতুর্থ দিনে নিয়ে যাওয়ার বদলে অতিরিক্ত ৮ ওভার বা ৩০ মিনিট খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। অশ্বিনের বলে জমেল ওয়্যারিক্যান আউট হয়ে যেতেই ম্যাচ শেষ হয়ে যায়। এই ম্যাচের প্রথম ইনিংসে ১৫০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৩০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচে ভারতের জয়ের অন্যতম নায়ক অশ্বিন। প্রথম ইনিংসে ৬০ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭১ রান দিয়ে ৭ উইকেট নেন এই অভিজ্ঞ অফস্পিনার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁকে না খেলানো যে ভুল হয়েছিল, সেটা ডমিনিকায় বারবার বোঝা গেল। অশ্বিনের পাশাপাশি এই ম্যাচে ভালো বোলিং করলেন অপর এক অভিজ্ঞ স্পিনার জাদেজা। প্রথম ইনিংসে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন জাদেজা।

Latest Videos

ডমিনিকায় তৃতীয় দিন ৫ উইকেটে ৪২১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল। অভিষেক টেস্টে ১৭১ রান করেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। ভারতের অধিনায়ক রোহিত শর্মা করেন ১০৩ রান। বিরাট কোহলি করেন ৭৬ রান। ৩৭ রান করে অপরাজিত থাকেন জাদেজা। ৬ রান করেন শুবমান গিল। অজিঙ্কা রাহানে করেন ৩ রান। অভিষেক টেস্টে ১ রান করে অপরাজিত থাকেন ঈশান কিষান।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৫ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ২৮ রান করেন অ্যালিক অ্যাথানেজ। ২০ রান করে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। ১৮ রান করেন জমেল ওয়্যারিক্যান। ১৩ রান করেন আলজারি জোশেফ। ১৩ রান করেন জশুয়া ডা সিলভা। ১১ রান করেন রেমন রাইফার। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ওপেন করতে নেমে করেন ৭ রান। অপর ওপেনার ত্যাগনারায়ণ চন্দ্রপলও করেন ৭ রান। জারমেইন ব্ল্যাকউড করেন ৫ রান। ৪ রান করেন রাহকিম কর্নওয়াল। ০ রানে আউট হয়ে যান কেমার রোচ। এই ইনিংসে অশ্বিনের ৭ ও জাদেজার ২ উইকেটের পাশাপাশি ১ উইকেট নেন মহম্মদ সিরাজ

আরও পড়ুন-

এশিয়ান গেমসে ভারতীয় দলে রিঙ্কু সিং, অধিনায়ক নির্বাচিত রুতুরাজ গায়কোয়াড়

ওডিআই বিশ্বকাপের পরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা

MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন