ঈশান কিষান টেস্টে প্রথম রান করার পরেই ইনিংস ডিক্লেয়ার করতে চেয়েছিলেন, জানালেন রোহিত শর্মা

ডমিনিকা টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ২ তরুণ ক্রিকেটার যশস্বী জয়সোয়াল ও ঈশান কিষান। তাঁরা অভিষেক টেস্টেই দুর্দান্ত জয় পেয়েছেন।

ডমিনিকার উইন্ডসর পার্কে তৃতীয় দিন ৫ উইকেটে ৪২১ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল। তৃতীয় দিনই জয় তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা। ফলে এখন মনে হচ্ছে, তাড়াতাড়ি ইনিংস ডিক্লেয়ার না করলেই পারতেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে রোহিত জানিয়েছেন, তিনি দলের সবার সঙ্গে আলোচনা করেই ইনিংস ডিক্লেয়ার করেছেন। অভিষেক টেস্টে তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান প্রথম রান করার পরেই ইনিংস ডিক্লেয়ার করতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন রোহিত। তাঁর বক্তব্য, 'আমি ইনিংস ডিক্লেয়ার করার আগে ব্যাটারদের জানিয়ে দিয়েছিলাম, আর ১ ওভার পরেই ডিক্লেয়ার করে দেব। ঈশান সেই সময় ১৯ বল খেলে রান করতে পারেনি। আমি চাইছিলাম ঈশান টেস্ট প্রথম রান করুক, তারপর ইনিংস ডিক্লেয়ার করব। আমি দেখেছি, ঈশান সবসময় ব্যাটিং করতে চায়। ফলে ও টেস্টে প্রথম রান না পাওয়া পর্যন্ত ইনিংস ডিক্লেয়ার করতে চাইছিলাম না। ও রান করতে না পারলে হতাশ হত।'

রোহিত আরও বলেছেন, 'রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা কেমন পারফরম্যান্স দেখিয়েছে, সেটা ম্যাচের ফলেই বোঝা যাচ্ছে। ওরা অনেকদিন ধরেই এরকম পারফরম্যান্স দেখিয়ে আসছে। ওদের বেশি কিছু বলতে হয় না। ওদের শুধু নিজেদের খেলা দেখানোর স্বাধীনতা দিতে হয়। এই ধরনের পিচে দলে ওদের মতো বোলার থাকা বিলাসিতা। অ্যাশ ও জাদেজা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। বিশেষ করে অশ্বিন যেভাবে বোলিং করেছে, সেটা আলাদা মাত্রার।'

Latest Videos

যশস্বী জয়সোয়াল ও রোহিত এই ম্যাচে শতরান করেন। অভিষেক টেস্টে ১৭১ রানের অসামান্য ইনিংস খেলেন যশস্বী। রোহিত করেন ১০৩ রান। বিরাট কোহলি করেন ৭৬ রান। ৩৭ রান করে অপরাজিত থাকেন জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের কোনও বোলারই আধিপত্য বিস্তার করতে পারেননি। ২ ইনিংস মিলিয়ে ক্যারিবিয়ানদের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। প্রথম ইনিংসে সর্বাধিক ৪৭ রান করেন অ্যালিক অ্যাথানেজ। তিনিই দ্বিতীয় ইনিংসে সর্বাধিক ২৮ রান করেন। আর কোনও ব্যাটার লড়াই করতে পারেননি।

ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অশ্বিন। প্রথম ইনিংসে ৬০ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭১ রান দিয়ে ৭ উইকেট নেন এই অফ-স্পিনার। জাদেজা প্রথম ইনিংসে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন।

আরও পড়ুন-

ডমিনিকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে হারিয়ে দিল ভারতীয় দল

অ্যান্ডি ফ্লাওয়ারের বিদায়, আগামী আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার

MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today