ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিন যশস্বী জয়সোয়াল-রোহিত শর্মার শতরান, দাপট ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। বোলারদের পাশাপাশি ভারতের ব্যাটাররাও ডমিনিকার উইন্ডসর পার্কে দাপট দেখাচ্ছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট দ্বিতীয় দিন ৪০ রানে ব্যাটিং শুরু করেছিলেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। সারাদিন ব্যাটিং করলেন এই তরুণ। ভারতের সপ্তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে শতরান করলেন যশস্বী। ভারতের সপ্তম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে অভিষেক টেস্টে শতরান করার নজির গড়লেন যশস্বী। দ্বিতীয় দিনের শেষে তিনি ১৪৩ রানে অপরাজিত। যশস্বীর সঙ্গে অপরাজিত বিরাট কোহলি। তিনি করেছেন ৩৬ রান। ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ৩১২ রান। ভারতীয় দল অত্যন্ত মন্থর গতিতে ব্যাটিং করেছে। ১১৩ ওভারে ৩১২ রান করেছে ভারত। রান রেট ২.৭৬। দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৬২ রানে এগিয়ে ভারত। তৃতীয় দিন লিড যত বেশি সম্ভব বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

বৃহস্পতিবার যশস্বীর পাশাপাশি শতরান করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। ওপেন করতে নেমে তিনি করেন ১০৩ রান। রোহিত-যশস্বীর ওপেনিং জুটিতে যোগ হয় ২২৯ রান। ওপেনিংয়ের বদলে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে অবশ্য মানিয়ে নিতে পারেননি শুবমান গিল। এই তরুণ করেন মাত্র ৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১ উইকেট করে নিয়েছেন জমেল ওয়্যারিক্যান ও অ্যালিক অ্যাথানেজ।

Latest Videos

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। কিন্তু তাঁরা একেবারেই ভালো ব্যাটিং করতে পারেননি। ম্যাচের প্রথম দিনই ৬৪.৩ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বাধিক ৪৭ রান করেন অ্যাথানেজ। ২০ রান করেন ওপেনার ব্রেথওয়েট। অপর ওপেনার ত্যাগনারায়ণ চন্দ্রপল করেন ১২ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা রেমন রাইফার করেন ২ রান। জারমেইন ব্ল্যাকউড করেন ১৪ রান। উইকেটকিপার-ব্যাটার জশুয়া ডা সিলভা করেন ২ রান। ১৮ রান করেন ১৮ রান। আলজারি জোশেফ করেন ৪ রান। ১৯ রান করে অপরাজিত থাকেন রাহকিম কর্নওয়েল। ১ রান করেন কেমার রোচ। ১ রান করেন ওয়্যারিক্যান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ না পেলেও, ডমিনিকায় খেলার সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৬০ রান দিয়ে ৫ উইকেট নেন। ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন অপর এক অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা। ১৫ রান দিয়ে ১ উইকেট নেন শার্দুল ঠাকুর। ২৫ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সিরাজ।

আরও পড়ুন-

এবার থেকে আইসিসি ইভেন্টে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান প্রাইজ মানি

অভিষেক টেস্ট ম্যাচেই শতরান, ডমিনিকায় অসাধারণ নজির যশস্বী জয়সোয়ালের

MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury