সংক্ষিপ্ত

একসময় ভারতীয় দলের কাছে ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল আতঙ্কের। কিন্তু বর্তমান ক্যারিবিয়ান দলে ফ্র্যাঙ্কলিন রোজের মতো কোনও বোলারও নেই। ফলে অনায়াসে রান করে চলেছেন ভারতীয় ব্যাটাররা। 

৫২ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল এক তরুণ ওপেনারের। ১৯৭১ সালের সেই সিরিজে অসাধারণ ব্যাটিং করে ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছিলেন সুনীল গাভাসকর। তাঁর সঙ্গে তুলনা বাড়াবাড়ি হবে। তবে এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেক টেস্ট ম্যাচেই তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল যেভাবে ব্যাটিং করলেন, তাতে তাঁকে ভারতীয় দলের পরবর্তী তারকা হিসেবে চিহ্নিত করাই যেতে পারে। অভিষেক টেস্টেই অসাধারণ শতরান করলেন যশস্বী। তাঁর এই ইনিংসের পর আপাতত টেস্টে ওপেনারের জায়গা পাকা হয়ে গেল। ফলে অধিনায়ক রোহিত শর্মা সরে না যাওয়া পর্যন্ত ৩ নম্বরেই ব্যাটিং করতে হবে শুবমান গিলকে।

ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিন ২১৫ বলে শতরান পূর্ণ করেন যশস্বী। শতরান করার পথে তিনি ১১টি বাউন্ডারি মারেন। ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ওপেনার হিসেবে খেলতে নেমে শতরান করলেন যশস্বী। ২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন রোহিত। সেই ম্যাচে তিনি করেন ১৭৭ রান। এরপর ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন পৃথ্বী শ। তিনি অভিষেক টেস্টে করেন ১৩৪ রান। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরেই শতরান করলেন যশস্বী। তিনি তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে টেস্ট অভিষেকে শতরান করলেন। প্রথম ওপেনার হিসেবে এই রেকর্ড গড়েন শিখর ধাওয়ান। ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে ব্যাটিং ওপেন করতে নেমে ১৮৭ রান করেন ধাওয়ান। এরপর পৃথ্বী ও যশস্বী শতরান করলেন।

ডমিনিকায় ভারতের প্রথম ইনিংসে যশস্বীর পাশাপাশি অসাধারণ ব্যাটিং করলেন রোহিতও। শতরান করলেন ভারতের অধিনায়ক। টেস্টে ১০ নম্বর এবং দেশের বাইরে দ্বিতীয় শতরান করলেন রোহিত। তবে শতরান করার পরেই আউট হয়ে যান ভারতের অধিনায়ক। তাঁর ২২১ বলে ১০৯ রানের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ২২৯ রানে প্রথম উইকেট হারাল ভারত। এই নিয়ে ষষ্ঠবার বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে একই ইনিংসে শতরান করলেন ভারতের ২ ওপেনার।

এই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ভারতীয় দলের জয়ের পথ সুগম। এই ম্যাচের এখনও ৩ দিন বাকি। ফলে দ্বিতীয় ইনিংসে হয়তো ভারতীয় দলকে আর ব্যাটিং করতে হবে না।

আরও পড়ুন-

ধোনি চাননি তাঁর কৃতিত্বে ভাগ বসান বিরাট, ২০১৯ বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক যোগরাজ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠের বাইরে বসে থাকা কঠিন ছিল, জানালেন অশ্বিন

MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা