Virat Kohli: বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না জশুয়া ডা সিলভার মায়ের

শুধু ভারতেই নয়, ক্রিকেট দুনিয়ার সর্বত্র জনপ্রিয় ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে বিরাটের জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল।

ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলির অনুরাগীর সংখ্যা কোটি কোটি। তাঁদের মধ্যে বিশেষ। একজনকে দেখা গেল ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে। ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় দলের সদস্যরা যখন হোটেলে ফেরার জন্য বাসে উঠছিলেন, তখন বিরাটের সঙ্গে দেখা করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মা। তিনি বিরাটকে আলিঙ্গন করেন। বিরাটের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন তিনি। বিরাটের সঙ্গে ছবিও তোলেন। এরপর ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটারের মাকে আবেগে কাঁদতে দেখা যায়। প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে তিনি আবেগ ধরে রাখতে পারছিলেন না।

পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় দিনের খেলা চলাকালীন জশুয়াকে স্টাম্প মাইকে বলতে শোনা যায়, 'আমার মা ফোন করেছিলেন। তিনি বলেছেন, বিরাট কোহলির জন্য খেলা দেখতে আসছেন। আমি সে কথা বিশ্বাস করতে পারছিলাম না।' এরপর সত্যিই কুইন্স পার্ক ওভালে জশুয়ার মাকে দেখা যায়। তিনি বলেন, 'বিরাট কোহলি যখন শতরান করল, তখন আমি উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলাম। কারণ, আমাদের দেশে শতরান করা সম্মানের ব্যাপার। সেই মুহূর্তটি আমার কাছে আবেগের ছিল।'

Latest Videos

 

 

জশুয়ার মা আরও বলেছেন, 'আমি জশুয়াকে বলেছিলাম, শুধু বিরাট কোহলির জন্যই খেলা দেখতে আসছি। আমি আর জশুয়া বিরাট কোহলির বড় অনুরাগী। ও সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। ও আমাদের দেশে আসায় আমরা বাধিত হয়েছি। বিরাটের সঙ্গে এই টেস্টে খেলা জশুয়ার কাছে আশীর্বাদস্বরূপ।'

পোর্ট অফ স্পেনে দ্বিতীয় দিন ১২১ রানের অসাধারণ ইনিংস খেলেন বিরাট। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০-তম আন্তর্জাতিক ম্যাচে শতরান করার নজির গড়েছেন বিরাট। টেস্টে তাঁর ২৯-তম শতরান হয়ে গেল। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের শতরানের সংখ্যা ৭৬। প্রায় ৫ বছর পর বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে শতরান করলেন বিরাট। ভারত-ওয়েস্ট ইন্ডিজের শততম টেস্ট ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন ভারতের এই তারকা ক্রিকেটার। বিরাটের পাশাপাশি ভারতীয় দলের হয়ে ভালো ব্যাটিং করলেন অধিনায়ক রোহিত শর্মা, তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন। অভিষেক টেস্ট ম্যাচে ১ রান করে অপরাজিত থাকার পর দ্বিতীয় টেস্টে ২৫ রান করলেন তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। প্রথম টেস্টে ইনিংসে জয় পেয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় বিরাটরা।

আরও পড়ুন-

বিরাট কোহলির নজিরের ম্যাচে দ্বিতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত

ওডিআই বিশ্বকাপের প্রচারে শাহরুখ খান, আইসিসি-র ট্যুইটে উচ্ছ্বাস ক্রিকেটপ্রেমীদের

Virat Kohli : গবলেট স্কোয়াটে নজর কাড়লেন বিরাট কোহলি, ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari