ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ইনিংসে জয় পেয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষেও সুবিধাজনক জায়গায় বিরাট কোহলিরা।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট হাত কামড়াতেই পারেন। তিনি হয়তো ভেবেছিলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে এবং পেসাররা তার ফায়দা তুলতে পারবেন। কিন্তু বৃষ্টি হল না। প্রথম দিনের ৩ সেশনেই ভারতের ব্যাটারদের দাপট দেখা গেল। প্রথম টেস্টের মতোই এদিনও অসাধারণ ব্যাটিং করলেন ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল ও রোহিত শর্মা। বিরাট কোহলিও দুর্দান্ত ব্যাটিং করলেন। দিনের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ২২৮। ৮৭ রান করে অপরাজিত বিরাট। তাঁর ১৬১ বলের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। দ্বিতীয় দিন নিজের ও দলের রান বাড়ানোই লক্ষ্য থাকবে বিরাটের। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও ভালো ব্যাটিং করলেন। তিনি দিনের শেষে ৩৬ রানে অপরাজিত।
এদিন ভারতের ওপেনিং জুটিতে যোগ হয় ১৩৯ রান। যশস্বী করেন ৫৭ রান। রোহিত করেন ৮০ রান। ওপেনিংয়ের বদলে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে সাফল্য পাচ্ছেন না শুবমান গিল। এই তরুণ ব্যাটার করলেন ১০ রান। অজিঙ্কা রাহানে করেন ৮ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১ উইকেট করে নিয়েছেন কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জমেল ওয়্যারিক্যান ও জেসন হোল্ডার।
পোর্ট অফ স্পেনে ৫০০-তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বিরাট। এই নজির গড়ার ম্যাচে শতরান করার পথে বিরাট। তিনি এই ম্যাচে শতরান করতে পারলে অসাধারণ নজির গড়বেন। টেস্ট ক্রিকেটে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ৫ নম্বরে বিরাট। সর্বাধিক ১৩,৪৯২ রান করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। শ্রীলঙ্কার প্রাক্তন তারকা মাহেলা জয়বর্ধনে করেন ৯,৫০৯ রান। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস করেন ৯,০৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা করেন ৭,৫৩৫ রান। বিরাট এখনও পর্যন্ত করেছেন ৭,০৯৭ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকাতেও ৫ নম্বরে বিরাট। সবচেয়ে বেশি ৩৪,৩৫৭ রান করেছেন সচিন। ২৮,০১৬ রান করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ২৭,৪৮৩ রান করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। জয়বর্ধনে করেন ২৫,৯৫৭ রান। এখনও পর্যন্ত ২৫,৫৪৮ রান করেছেন বিরাট। সচিনের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও, সাঙ্গাকারাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসতেই পারেন বিরাট। তবে তার জন্য তাঁকে আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে।
আরও পড়ুন-
জাক ক্রলির ১৮৯, ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ইংল্যান্ড
ওডিআই বিশ্বকাপের প্রচারে শাহরুখ খান, আইসিসি-র ট্যুইটে উচ্ছ্বাস ক্রিকেটপ্রেমীদের
জন্মদিনে হাঁটু গেড়ে বসে কেক কাটলেন ঈশান কিষান, শুভেচ্ছা ভরিয়ে দিলেন সতীর্থরা