জাডেজার ৩ উইকেট, ফের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় দিনেই জয় পাবে ভারত?

Published : Oct 11, 2025, 05:29 PM ISTUpdated : Oct 11, 2025, 05:35 PM IST
Ravindra Jadeja and Washington Sundar

সংক্ষিপ্ত

India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আড়াই দিনেই ইনিংসে জয় পেয়েছিল ভারতীয় দল। রবিবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই ফের জয় পেতে পারে ভারত।

DID YOU KNOW ?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
ভারতীয় দল এখনও পর্যন্ত আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ জিততে পারেনি। এই অধরা ট্রফি জয়ের লক্ষ্য়ে ভারতীয় দল।

West Indies tour of India, 2025: একসময় ভারতীয় দলের কাছে ওয়েস্ট ইন্ডিজ সফর আতঙ্কের ছিল। তবে গত দু'দশকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে দেশে হোক বা বিদেশে, সব জায়গাতেই দাপট দেখাচ্ছে ভারতীয় দল। এখন ভারত সফরে এলে ক্যারিবিয়ানরাই হারের আতঙ্কে থাকে। চলতি সিরিজেও ঠিক সেটাই দেখা যাচ্ছে। প্রথম টেস্টে ইনিংসে জয় পাওয়ার পর দ্বিতীয় টেস্টেও ক্যারিবিয়ানদের চেপে ধরেছে ভারতীয় দল। দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের পর দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১৪০। ভারতীয় দলের চেয়ে ৩৭৮ রানে পিছিয়ে ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে ভারতীয় দল ৫ উইকেটে ৫১৮ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। এরপর ব্যাটিং করতে নেমে কোণঠাসা হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ম্যাচের তৃতীয় দিন দ্রুত ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস শেষ করে দিতে পারলে ফলো-অন করাতে পারেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। সেক্ষেত্রে রবিবারই ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।

রবীন্দ্র জাডেজার ৩ উইকেট

শনিবার ভারতের হয়ে সবচেয়ে ভালো বোলিং করলেন সহ-অধিনায়ক রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। এই বাঁ হাতি পেসার ১৪ ওভার বোলিং করে ৩ মেডেন-সহ ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তাঁর শিকার হয়েছেন দুই ওপেনার জন ক্যাম্পবেল (John Campbell) ও ত্যাগনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul) এবং ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ (Roston Chase)। ভারতীয় দলের হয়ে অপর উইকেট নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তাঁর বোলিংয়ে অ্যালিক আথাঞ্জের (Alick Athanaze) ক্যাচ নেন জাডেজা।

কতক্ষণ লড়াই চালাতে পারবে ক্যারিবিয়ানরা?

ক্যারিবিয়ানদের হয়ে ১০ রান করেন ক্যাম্পবেল। চন্দ্রপল করেন ৩৪ রান। আথাঞ্জে করেন ৪১ রান। ৭ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান চেজ। দিনের শেষে ৩১ রান করে অপরাজিত শাই হোপ (Shai Hope)। ১৪ রান করে অপরাজিত টেভিন ইমল্যাশ (Tevin Imlach)। তৃতীয় দিন ফলো-অন বাঁচানোই ক্যারিবিয়ানদের প্রধান লক্ষ্য থাকবে। তবে তাদের লড়াই অত্যন্ত কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১-০
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে ভারতীয় দল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জেতার সুবাদে ভারতীয় দল ১-০ এগিয়ে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম